ad
ad

Breaking News

গণহত্যা’

ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রসংঘ আধিকারিকের পদত্যাগ 

Bengal Jago Desk: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের মার্কিন যুক্তরাষ্ট্র কার্যালয়ের পরিচালক ক্রেইগ মোখিবার। মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রসংঘের এই আধিকারিক লিখেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বেশির ভাগ সরকার এই নৃশংস হামলায় সম্পূর্ণভাবে জড়িত।’ ক্রেইগ বলেন, ‘জেনেভা কনভেনশনের প্রতি সম্মান নিশ্চিতে চুক্তির […]

Bengal Jago Desk: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে পদত্যাগ করেছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের মার্কিন যুক্তরাষ্ট্র কার্যালয়ের পরিচালক ক্রেইগ মোখিবার। মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার দেওয়া পদত্যাগপত্রে রাষ্ট্রসংঘের এই আধিকারিক লিখেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বেশির ভাগ সরকার এই নৃশংস হামলায় সম্পূর্ণভাবে জড়িত।’ ক্রেইগ বলেন, ‘জেনেভা কনভেনশনের প্রতি সম্মান নিশ্চিতে চুক্তির প্রতি তাঁদের বাধ্যবাধকতাগুলো মানতে এই সরকারগুলো কেবল অস্বীকারই করছে না, বরং তারা প্রকৃতপক্ষে সক্রিয়ভাবে হামলায় অস্ত্র সরবরাহ করছে।

একই সঙ্গে ইসরায়েলের নৃশংসতা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে আড়াল করছে।’ রাষ্ট্রসংঘের এই কর্মকর্তা বলেন, ‘এটা বেদনাদায়কভাবে স্পষ্ট হয়ে গেছে, আমরা হত্যাযজ্ঞ প্রতিরোধের বাধ্যবাধকতা পূরণে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি, আমরা আবারও ব্যর্থ হচ্ছি।’ এর আগে ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার প্রতিবাদে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আধিকারিক জশ পল। পদত্যাগপত্রে জশ পল লিখেন, ‘এক পক্ষের প্রতি অন্ধ সমর্থন থেকে বাইডেন প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত অদূরদর্শী, ধ্বংসাত্মক ও অন্যায্য। আমরা প্রকাশ্যভাবে যে ধরনের মূল্যবোধের প্রতি সমর্থন দিই, এটা তার সঙ্গে সাংঘর্ষিক।’ গাজায় নির্বিচার হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। মঙ্গলবার বলিভিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি ইসরায়েলের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, গাজায় দেশটি অসম শক্তিপ্রয়োগ করছে। এদিকে গাজায় হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া ও চিলি।

Free Access