ad
ad

Breaking News

অ্যামাজন আর নীল নদ

কে বড়? নীল না অ্যামাজন?

Bengla Jago Desk: অ্যামাজন আর নীল নদ। এদের নিয়ে বরাবরই মানুষের জানার অনেক কিছু থাকে। তাদের উৎস তাদের দৈর্ঘ্য প্রস্থ সবটাই জানার মত বিষয়। অ্যামাজনের উৎস পেরুর আপুরিম্যাক রিভার। এখনো পর্যন্ত সেটাই স্বীকৃত হয়ে রয়েছে। যদিও এটাও জানা যায় যে অ্যামাজন কোন একটি নদী নয়। অসংখ্য নদী উপনদীর শাখা নদী একসাথে মিলে এই বৃহত্তর আমাজন […]

Bengla Jago Desk: অ্যামাজন আর নীল নদ। এদের নিয়ে বরাবরই মানুষের জানার অনেক কিছু থাকে। তাদের উৎস তাদের দৈর্ঘ্য প্রস্থ সবটাই জানার মত বিষয়। অ্যামাজনের উৎস পেরুর আপুরিম্যাক রিভার। এখনো পর্যন্ত সেটাই স্বীকৃত হয়ে রয়েছে। যদিও এটাও জানা যায় যে অ্যামাজন কোন একটি নদী নয়। অসংখ্য নদী উপনদীর শাখা নদী একসাথে মিলে এই বৃহত্তর আমাজন সৃষ্টি হয়েছে।

ফলে কোথায় এর সঠিক উৎস সেই নিয়ে বেশ মতভেদ রয়েছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম নদী হিসেবে আমরা সবাই জানি নীলকে। এর উৎস থেকে মোহনা ৭১০০ কিলোমিটার। ১১ টি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে এই নদী। ফলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আমাজন। যার দৈর্ঘ্য ৭০০০ কিলোমিটারের একটু কম। আবার মাত্র সাতটি দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে এই নদী। আবার জানা যায় জলপ্রবাহের হিসেবে বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন। ফলে কেউ বলেন দৈর্ঘ্যে নীলকে টেক্কা দিতে পারে আমাজন।

এই নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। সূত্রের খবর এবার এই নদীর প্রকৃত উৎসের সন্ধানে আগামী এপ্রিলের শুরু হবে অভিযান। অভিযাত্রীরা ৭০০০ কিলোমিটার পথ নদীতেই নৌকায় সফর করবেন। তাদের সাথে থাকবে অত্যাধুনিক যন্ত্রপাতি যা দিয়ে মাপা যাবে নদী কতটা লম্বা। আটলান্টিক পার করে আন্দিজ পর্যন্ত চলবে এই অভিযান। লাতিনা আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে এই বিষয়টি জানা গিয়েছে। এবার অপেক্ষা উত্তরের।

Free Access