ad
ad

Breaking News

White House Protester Gathered

White House Protester Gathered: প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভে কেঁপে উঠল হোয়াইট হাউস

দীর্ঘ আট মাস ধরে যুদ্ভের আবহ রয়েছে গাজায়। সেই যুদ্ধের আবহের মধ্যেই একাধিকবার ইজরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়ায় আমেরিকা।

The White House was rocked by pro-Palestinian protests

সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘ আট মাস ধরে যুদ্ভের আবহ রয়েছে গাজায়। সেই যুদ্ধের আবহের মধ্যেই একাধিকবার ইজরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়ায় আমেরিকা। এবার সেই অবস্থানেরই তীব্র প্রতিবাদ করে প্রায় ৩০ হাজার জন প্রতিবাদী। তারা প্রত্যেকই হোয়াইট হাউসের উদ্দেশ্যে অভিযান শুরু করেন।

[ আরও পড়ুন: Joe Biden: বাইডেনের নতুন নিষেধাজ্ঞার নীতি কার্যকর]

শনিবারই মার্কিন প্রশাসনের প্রধান ভবনের সামনে প্রতিবাদ শুরু করেন তারা।বিক্ষোভকারীদের দাবি, রাফায় ইজরায়েলি সেনার অভিযানের কথা আগে থেকে জানা সত্তেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করেননি। তার পাসাপাশি ইজরায়েলের কোনও রকম ব্যবস্থা নিতে দেখা যায়নি তাঁকে। তারই প্রতিবাদের এবার প্রায় ৩০ হাজার বিক্ষোভকারীর জমায়েত হোয়াইট হাউসের সামনে। অবিলম্বে যুদ্ধবিরতি, প্যালেস্তিনীয় বন্দিদের মুক্তি, গাজার অবরোধ প্রত্যাহার সহ একাধিক দাবি রয়েছে তাদের প্রত্যেকের। গাজার সাধারণ মানুষের যে যন্ত্রনা, সেই যন্ত্রনার প্রতীক হিসেবে এই বিক্ষোভকারীদের গায়ে ছিল লাল পোশাক।

সেই সঙ্গে তাদের হাতে ছিল লাল লম্বা ব্যানার। সেই ব্যানারেই লেখা ছিল প্রায় ৪০ হাজার নিহতদের নাম। সেখানেই কোনও কোনও বিক্ষোভকারীর হাতে দেখা যায় প্যালেস্টাইনের পতাকাও। স্মোক বোম্ব ছুঁড়তে শুরু করেন তারা হোয়াইট হাউসকে উদ্দেশ্য করে। তবে সেই বিশাল বিক্ষোভ হোয়াইট হাউসের কড়া নিরাপত্তা ভেদ করে প্রতিবাদীরা ভিতরে প্রবেশ করতে পারেনি।