ad
ad

Breaking News

বাইডেন এবং জিংপিং

আগামী মাসে বৈঠকের সিদ্ধান্ত বাইডেন – জিংপিংয়ের

Bengla Jago Desk:গতমাসেই বিশ্বমঞ্চে ঠান্ডা লড়াইয়ের হুংকার দেওয়া হয়েছিল চিনের তরফে। আমেরিকাকে রীতিমতো নিজেদের দাপট দেখিয়েছিল চিন। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক রীতিমতো জোরালো হয়েছিল। কিন্তু এসবের মাঝেই এখন আবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। বৈদেশিক মহল মনে করছে দুই দেশের মধ্যে চীর ধরা […]

Bengla Jago Desk:গতমাসেই বিশ্বমঞ্চে ঠান্ডা লড়াইয়ের হুংকার দেওয়া হয়েছিল চিনের তরফে। আমেরিকাকে রীতিমতো নিজেদের দাপট দেখিয়েছিল চিন। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক রীতিমতো জোরালো হয়েছিল। কিন্তু এসবের মাঝেই এখন আবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। বৈদেশিক মহল মনে করছে দুই দেশের মধ্যে চীর ধরা সম্পর্কের উন্নতি ঘটাতেই এই পদক্ষেপ।

সংবাদমাধ্যম সূত্রের খবর আগামী মাসে সান ফ্রান্সিসকোতে বৈঠকে বসতে পারেন বাইডেন এবং জিংপিং। চলছে তার পরিকল্পনা। জানা যাচ্ছে, দুই রাষ্ট্রপ্রধানের তরফে সাক্ষাতের সংকেত দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত আমেরিকার চিনা দূতাবাসের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এমনকি হোয়াইট হাউসের তরফ থেকেও নয়। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন দুই দেশের মধ্যে যোগাযোগ আগে থেকেই রয়েছে। শুধু তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য বিশ্বাসের জায়গা আরও প্রসারিত করতে হবে।

প্রসঙ্গত সেপ্টেম্বরে আসিয়ানের মঞ্চ থেকে আমেরিকাকে ঠান্ডা লড়াইয়ের হুশিয়ারি দিয়েছিল জিন। গত মাসে চিনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মার্কিন প্রেসিডেন্ট। আবার গত জুন মাসে ওয়াশিংটনের আকাশে দেখা গিয়েছিল চীনের ‘গুপ্তচর’ বেলুন। সেই বেলুন থেকে নিজেদেরকে রক্ষা করে আমেরিকা। সবটা মিলিয়ে ওয়াশিংটন আর বেকিং এর সম্পর্ক বেশ জটিল। ফলে এখন এটাই দেখার যে আদেও দুই রাষ্ট্রপ্রধান বৈঠক করেন কিনা। অথবা বৈঠক হলে আদেও তাদের দুজনের সম্পর্কের উন্নতি হয় কিনা।

Free Access