ad
ad

Breaking News

ইন্দোনেশিয়া

পাম তেল মিশ্রিত জ্বালানিতে উড়ল বিমান

Bengla Jago Desk:  বৈশ্বিক উষ্ণতায় পুড়ছে পুরো পৃথিবী। বহু বছর ধরেই জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলে বরফ গলা ও সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার সংবাদ প্রকাশিত হলেও বা পরিবেশবিদদের ক্রমাগত উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও দিন দিন বেড়ে চলছে দূষণ। বৈশ্বিক উষ্ণতার কারণে একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে অন্যদিকে দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র […]

Bengla Jago Desk:  বৈশ্বিক উষ্ণতায় পুড়ছে পুরো পৃথিবী। বহু বছর ধরেই জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতার কারণে মেরু অঞ্চলে বরফ গলা ও সাগরের উচ্চতা বেড়ে যাওয়ার সংবাদ প্রকাশিত হলেও বা পরিবেশবিদদের ক্রমাগত উদ্বেগ প্রকাশ করা সত্ত্বেও দিন দিন বেড়ে চলছে দূষণ। বৈশ্বিক উষ্ণতার কারণে একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে অন্যদিকে দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র হচ্ছে গরম। জলবায়ু পরিবর্তনের অনেক কারণের একটি বিমান চলাচল। বিমান থেকে নির্গত কার্বন পৃথিবীকে আরও উষ্ণ করছে। বিমান থেকে কার্বন নিঃসরণ কমাতে ব্যতিক্রমী এক জ্বালানি ব্যবহার করেছে ইন্দোনেশিয়া।

বিমাননের প্রচলিত জ্বালানি জেট ফুয়েলের সঙ্গে পাম তেল মিশিয়ে এ জ্বালানি তৈরি করেছে ইন্দোনেশিয়া। এই জ্বালানি দিয়ে দেশটিতে প্রথমবারের মতো একটি বাণিজ্যিক ফ্লাইট সফলভাবে গন্তব্যে যায়। ফ্লাইটটি ছিল রাষ্ট্রমালিকানাধীন এয়ারলাইনস গারুদা ইন্দোনেশিয়ার। ওই ফ্লাইট রাজধানী জাকার্তা থেকে শতাধিক যাত্রী নিয়ে ৫৫০ কিলোমিটার দূরের শহর সুরাকার্তা যায়। গারুদা ইন্দোনেশিয়ার বিমানটি ছিল বোয়িং ৭৩৭-৮০০০ এন জি মডেলের। পাম তেল মিশ্রিত জ্বালানি দিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা উপলক্ষে জাকার্তায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্লাইটটি জাকার্তায় ফেরার কথা জানিয়ে ইরফান সেতিয়াপুত্রা বলেন, ‘এ জ্বালানির ব্যবহার বাড়াতে তারা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলছেন।’ বিমান থেকে কার্বন নিঃসরণ কমাতে কিছুদিন ধরেই ব্যতিক্রমী এই জ্বালানি নিয়ে পরীক্ষা চালাচ্ছিল গারুদা ইন্দোনেশিয়া। চলতি মাসের শুরুতে এ জ্বালানি দিয়ে পরীক্ষামূলক একটি ফ্লাইট পরিচালনা করে প্রতিষ্ঠানটি। এর আগে গত আগস্টে এই জ্বালানি ইঞ্জিনে দিয়ে পরীক্ষা চালানো হয়। পাম তেল মিশিয়ে এই জ্বালানি উৎপাদন করেছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পারতামিনা

Free Access