ad
ad

Breaking News

তাইওয়ান

চিনকে জোরদার টক্কর ! নিজের মাটিতে সাবমেরিন তৈরি তাইওয়ানের

Bengla Jago Desk: বিশ্বের অন্যতম কূটনৈতিক শক্তি চিন। সেই বারবার চাইছিল তাইওয়ান দেশটিকে নিজের দখলে আনতে। এই চেষ্টা সে আগেও বহু বার করেছে। ফলে চিনের আগ্রাসনী শক্তি একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল তাইওয়ানের। তবে এবার আর ভয় করা নয়। লাল ফৌজের আগ্রাসোনি শক্তিকে সরাসরি জবাব দিতে নিজের মাটিতেই সাবমেরিন তৈরি করল তাইওয়ান। চিনা দেশটির হামলা […]

Bengla Jago Desk: বিশ্বের অন্যতম কূটনৈতিক শক্তি চিন। সেই বারবার চাইছিল তাইওয়ান দেশটিকে নিজের দখলে আনতে। এই চেষ্টা সে আগেও বহু বার করেছে। ফলে চিনের আগ্রাসনী শক্তি একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল তাইওয়ানের। তবে এবার আর ভয় করা নয়। লাল ফৌজের আগ্রাসোনি শক্তিকে সরাসরি জবাব দিতে নিজের মাটিতেই সাবমেরিন তৈরি করল তাইওয়ান। চিনা দেশটির হামলা ঠেকাতে সামরিক বাহিনীকে অত্যাধুনিক হাতিয়ারে সাজিয়ে তুলছে এই দ্বীপ রাষ্ট্রটি।

সংবাদ সংস্থা এপি সুত্রের খবর তাইওয়ানের কাওশিউং শহরে ৮ টি ডুবোজাহাজের মধ্যে প্রথমটির উন্মোচন করে দিয়েছেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই তাইওয়ান সীমান্ত জুড়ে সামরিক বাহিনীর সাহায্যে আক্রমণ করেছে লাল ফৌজ। শুধু তাই নয় কিছুদিন আগেই দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়কে ভেঙে চিনের যুদ্ধবিমান এবং রনতরি প্রবেশ করেছিল তাইওয়ানে। তাইওয়ান দ্বীপ রাষ্ট্রটিকে বহুদিন ধরেই নিজেদের দখলে আনার চেষ্টা করছে চীন।

বিগত তিন বছর ধরে আরো অনেক বেশি তীব্রতর হচ্ছে এই লড়াই। বহুবার তাইওয়ান সীমান্তে অনুপ্রবেশ করেছে চীন। অন্যদিকে একথাও ঠিক যে নিজেদের এক চুলও জমি ছাড়তে রাজি নয় তাইওয়ান। ফলে স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে লড়াই দিন দিন তীব্রতর হচ্ছে। এবার চিনকে টক্কর দিতে নিজের হাতিয়ারে শান দিচ্ছে তাইওয়ান।

Free Access