ad
ad

Breaking News

বাংলাদেশ ভিসা

বাংলাদেশ নিয়ে কড়া পদক্ষেপ! নয়া ভিসা নীতি আমেরিকার 

The Truth of Bengal: বড় ঘোষণা বাইডেন প্রসাশনের । যুক্তরাষ্ট্র প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের ভিসা নীতির কথা। নীতি অনুযায়ী বাংলাদেশের কোন নেতা বা মন্ত্রী, অথবা কর্মরত পুলিশ বা কোন সরকারি কর্মচারী কিংবা  আমলাদের মধ্যে কেউ যদি বাংলাদেশের গনতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধা দেয় সেই ক্ষেত্রে অভিযুক্ত এবং তার পরিবারকে আমেরিকার ভিসা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের বিদেশ […]

Directly above photograph of an application for a visa.

The Truth of Bengal: বড় ঘোষণা বাইডেন প্রসাশনের । যুক্তরাষ্ট্র প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের ভিসা নীতির কথা। নীতি অনুযায়ী বাংলাদেশের কোন নেতা বা মন্ত্রী, অথবা কর্মরত পুলিশ বা কোন সরকারি কর্মচারী কিংবা  আমলাদের মধ্যে কেউ যদি বাংলাদেশের গনতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধা দেয় সেই ক্ষেত্রে অভিযুক্ত এবং তার পরিবারকে আমেরিকার ভিসা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের ওয়েবসাইটেও এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে।পরের বছর জানুয়ারি মাসের শুরুর দিকেই নির্বাচন প্রক্রিয়া হওয়ার কথা বাংলাদেশে।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বর মাসে ভোট প্রক্রিয়া চলা কালীন ব্যাপক ছল চাতুরীর অভিযোগ তোলে কয়েকটি বিরোধী রাজনৈতিক দল। শেখ হাসিনা সরকারকে “অবৈধ সরকার” বলে ঘোষণা করেছিলেন বিরোধী দল বিএনপি । এবার এই বিরোধী দল গুলি রাস্তায় নেমে আন্দোলন চালায়  শেখ হাসিনার ইস্তফার দাবিতে। বিরোধী দল গুলি এও জানিয়েছে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিলে তারা কেও সামিল হবে না । এমন পরিস্থিতিতে বাইডেন সরকারের এমন সিদ্ধান্ত একেবারে চুপ করিয়ে দিয়েছে বিরোধী দল গুলিকে। ২৭ শে মে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করে নতুন ভিসা নীতি।

যুক্তরাষ্ট্র সরকার জানায় ভোট পর্যন্ত দফায় দফায় পর্যবেক্ষক দল এসে কড়া নজরদারি চালাবে । তবে শেখ হাসিনা প্রশাসন বাইডেন সরকারের এই প্রচেষ্টাতে মোটেই খুশি নয়। অন্যদিকে আমেরিকার ২ টি পর্যবেক্ষক দল ঢাকায় এসে  নির্বাচন কমিশনার, দলের নেতা এবং প্রশাসন সরকারের কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন । আরও একটি দল এই মাসের মধ্যেই আসার কথা। ইউরোপীয় ইউনিয়ন বৃহস্পতিবার জানিয়েছে, বাজেট বরাদ্দ না থাকায় তারা বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাতে পারছে না।