ad
ad

Breaking News

অগ্নিকান্ড

স্পেনের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ড

The Truth of Bengal:মুহূর্তের মধ্যে জন্মদিনের আনন্দ বদলে গেল আতঙ্কে। স্পেনের এক জন্মদিনের পার্টিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা। দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন অন্তত ১৩ জন । স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মুরসিয়ার একটি নাইটক্লাবে এই ভয়াবহ অগ্নিকান্ড । নিখোঁজ রয়েছেন অনেক জন । তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশের জরুরি পরিসেবা বিভাগ । অগ্নিকান্ডের […]

The Truth of Bengal:মুহূর্তের মধ্যে জন্মদিনের আনন্দ বদলে গেল আতঙ্কে। স্পেনের এক জন্মদিনের পার্টিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা। দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন অন্তত ১৩ জন । স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর মুরসিয়ার একটি নাইটক্লাবে এই ভয়াবহ অগ্নিকান্ড । নিখোঁজ রয়েছেন অনেক জন । তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশের জরুরি পরিসেবা বিভাগ । অগ্নিকান্ডের সেই মর্মান্তিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে ভোর ৬ টা নাগাদ ওই নাইটক্লাবে আগুন লাগে । ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকলের ১২ টি ইঞ্জিন । আগুন নিয়ন্ত্রনে আনার প্রাণপণ চেষ্টা করে দমকল বাহিনীর দল। প্রথমে তারা ৬ জনের দেহ উদ্ধার করে। তার পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও থেকে দেখা যাচ্ছে দ্বিতল নাইটক্লাবে চারপাশ থেকে দাউ দাউ করে জ্বলছে অগ্নি শিখা। জানালা দিয়ে গল গল করে বের হচ্ছে কালো ধোঁয়া। মুরসিয়ার মেয়র হোসে ব্যালেস্তা শোক বার্তা প্রকাশ করে জানিয়েছেন , ভয়ঙ্কর অগ্নিকান্ডের ঘটনায় পুরোপুরি ধ্বংস ওই দ্বিতল নাইটক্লাব। উদ্ধারকারীরা এখনও নিখোঁজ বেশ কয়েকজনের সন্ধান চালাচ্ছে। তিনি আরও বলেছেন ধোঁয়ার কারণে বেশ কয়েকজন ভুগছে শ্বাসকষ্টে। তাদের তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনায় বহু মানুষ এখনও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে আছেন তাদের সকল কে কাউন্সেলিং করানোর ব্যবস্থা করানো হয়েছে।  মেয়র হোসে ব্যালেস্তা  ঘটনায়  মুরসিয়ায় তিনদিনের শোক ঘোষণা করেছেন।

ঠিক কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের এক প্রধান বলেন দ্বিতল নাইটক্লাবে রাতের বেলা একটি জন্মদিনের পার্টি চলছিল। ক্লাবে সেই সময় লোক ভর্তি ছিল। প্রাথমিক ভাবে জানা যায় অগ্নিকান্ডের সূত্রপাত নাইট ক্লাবের দ্বিতীয় তলে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা নাইটক্লাবে। আগুন লাগার কারন তদন্তে ফরেনসিক এবং বিচার বিভাগীয় পুলিশ বিশেষজ্ঞদের ওই নাইটক্লাবে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি জানিয়েছেন মর্মান্তিক অগ্নিকান্ডে নিহত দের পরিবারের পাশে দাঁড়াবেন তিনি ।

Free Access