ad
ad

Breaking News

গোপন সুড়ঙ্গ

হামাসের গোপন সুড়ঙ্গের সন্ধান

Bengla Jago Desk: হামাস ইজরায়েল দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। প্রায় এক মাস হতে চলল এই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এরই মধ্যে জানা যাচ্ছে যারা গাজায় হামাসের হাতে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন তাদের দাবি যে সমগ্র গাঁজা ভূখণ্ড জুড়ে সর্বোচ্চ ৮০ মিটার গভীরে ছড়িয়ে রয়েছে হামাসের সুরঙ্গ। আর এই সুরঙ্গের ব্যাপ্তি প্রায় কয়েকশো কিলোমিটার। বলা হচ্ছে ওই […]

Bengla Jago Desk: হামাস ইজরায়েল দ্বন্দ্ব একেবারে তুঙ্গে। প্রায় এক মাস হতে চলল এই রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এরই মধ্যে জানা যাচ্ছে যারা গাজায় হামাসের হাতে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন তাদের দাবি যে সমগ্র গাঁজা ভূখণ্ড জুড়ে সর্বোচ্চ ৮০ মিটার গভীরে ছড়িয়ে রয়েছে হামাসের সুরঙ্গ। আর এই সুরঙ্গের ব্যাপ্তি প্রায় কয়েকশো কিলোমিটার। বলা হচ্ছে ওই সুরঙ্গের ভিতরে নাকি রয়েছে বাঙ্কার, স্টোরেজ থেকে শুরু করে নানান ধরনের ইজরায়েল বাহিনীকে আটকানোর মতো ফাঁদ।

ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা হামাসের এই নতুন চক্রান্তের মুখোমুখি হতে হলে ইজরায়েল বাহিনীকে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ বহু অঞ্চলেই হামাস বিস্ফোরক পুঁতে রেখেছে। মুক্তিপ্রাপ্ত এক বন্দীর কথা অনুসারে সুরঙ্গগুলিতে ছড়ানো আছে মাকড়সার ডালের মত বেশ কিছু ফাঁদ যেখানে একবার ঢুকলে বেরোনো খুবই কঠিন। মনে করা হচ্ছে যে এই সুরঙ্গের ব্যক্তি ভিন দেশেও ছড়িয়ে থাকতে পারে।

প্রসঙ্গত গত বুধবার রাতে গাজার একেবারে অন্তরে প্রবেশ করেছে ইজরায়েলের বিশ্বের সেনাবাহিনী। তারাও নিজেদের কাজ খুব সহজভাবেই করেছে। এই সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করে ইজরাইল বাহিনীর তরফে জানানো হয়েছিল “সংঘর্ষের পরবর্তী পর্যায়ে প্রস্তুতি হিসেবে গাজার উত্তর দিকে অভিযান চালিয়েছে ইজরাইল সেনা। ট্যাংক ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের ঘাটি ধ্বংস করেছে। তবে এই অভিযান শেষ করে এলাকা ছেড়ে ইসরাইলে ফিরে এসেছে সেনা”।

Free Access