ad
ad

Breaking News

হামলা

ইউক্রেনে ফের রকেট হামলা রাশিয়ার

Bengla jago Desk: ফের ইউক্রেনের ওপর হামলা চালানো রাশিয়া। এবার ভয়াবহ রকেট হামলা চালানো হয়। ইউক্রেনের খারকভ এলাকার একটি ক্যাফেতে এই হামলার  ঘটনা ঘটেছে। হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইউক্রেন প্রশাসন সূত্রে খবর, প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই হামলায়। রকেট হামলার ফলে খারকভ  শহরের একটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের […]

Ukrainian State Emergency Service firefighters work to extinguish a fire at the scene of a Russian shelling in the town of Vyshgorod outside the capital Kyiv, Ukraine, Wednesday, Nov. 23, 2022. Authorities reported power outages in multiple cities of Ukraine, including parts of Kyiv, and in neighboring Moldova after renewed strikes Wednesday struck Ukrainian infrastructure facilities. (AP Photo/Efrem Lukatsky)

Bengla jago Desk: ফের ইউক্রেনের ওপর হামলা চালানো রাশিয়া। এবার ভয়াবহ রকেট হামলা চালানো হয়। ইউক্রেনের খারকভ এলাকার একটি ক্যাফেতে এই হামলার  ঘটনা ঘটেছে। হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ইউক্রেন প্রশাসন সূত্রে খবর, প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই হামলায়। রকেট হামলার ফলে খারকভ  শহরের একটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেক  মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে মনে করছে ইউক্রেন প্রশাসন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  রাশিয়ার এই রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ধরনের হামলা আদতে জঙ্গি কার্যকলাপ বলে মনে করছে ইউক্রেন। ইউক্রেনের সরকারি সূত্রে জানা গিয়েছে, খারকভ  শহরের ওই ক্যাফেতে সন্ধ্যায় বহু মানুষের ভিড় ছিল। সেই সময়ই ওই ক্যাফে লক্ষ্য করে  রকেট হামলা চালানো হয়। প্রথমে ঘটনাস্থল থেকে ৫০ জনের মত মৃতদেহ উদ্ধার করা হয়। বহু মানুষকে  গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আরো দেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।

আহত ও নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে।  রাশিয়ার এই রকেট হামলায় শুধু ঐ ক্যাফে নয়, ওই এলাকার একাধিক বাড়ি  ধ্বংস হয়েছে। রাশিয়া তরফ থেকে একের অধিক মিসাইল হামলা চালানো হয় বলে ইউক্রেনের বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে। এই মিসাইল হামলার আগেই রাশিয়ার ছোড়া ২৯টি মিসাইলের মধ্যে ২৪টিই আটকে দেওয়া গিয়েছে। দেশের অন্যান্য প্রান্তে রাশিয়ার আক্রমণ রুখে দেওয়া গেলেও খারকভ  এলাকার হামলাটি রোখা যায়নি। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া।

Free Access