ad
ad

Breaking News

থাইল্যান্ড

ফুকেটে রাশিয়ান পর্যটকের ভিড়    

Bengla Jago Desk: থাইল্যান্ডের অন্যতম পর্যটনকেন্দ্র ফুকেট দ্বীপ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বেড়াতে যান এখানে। এ বছর দ্বীপটিতে রাশিয়ান পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু ভ্রমণ নয়, রুশ পর্যটকেরা থাইল্যান্ডে জায়গা-জমি কিনে দোকানপাট খুলে বসেছেন। এ নিয়ে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছুটি কাটাতে রুশ নাগরিকদের পছন্দের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে […]

Bengla Jago Desk: থাইল্যান্ডের অন্যতম পর্যটনকেন্দ্র ফুকেট দ্বীপ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পর্যটক বেড়াতে যান এখানে। এ বছর দ্বীপটিতে রাশিয়ান পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু ভ্রমণ নয়, রুশ পর্যটকেরা থাইল্যান্ডে জায়গা-জমি কিনে দোকানপাট খুলে বসেছেন। এ নিয়ে স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছুটি কাটাতে রুশ নাগরিকদের পছন্দের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে থাইল্যান্ড। ইউক্রেন যুদ্ধের পর দেশটিতে রুশ পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে গত জুলাই পর্যন্ত চার লাখের বেশি রুশ পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। ইউক্রেন যুদ্ধের পরে পর্যটকের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। অনেক রুশ পর্যটক দীর্ঘমেয়াদি ভিসা পেয়েছেন। আর এই সুযোগে থাইল্যান্ডে জায়গা-জমি কিনে ব্যবসা শুরু করেছেন তাঁরা।

মূলত ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অর্থনীতির দুরবস্থার কারণে রাশিয়ানরা এখন থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন। পর্যটক বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে রাশিয়া। গত জুলাই মাসে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফুকেট সফর করেন। এ সময় দ্বীপটিতে রাশিয়ার নতুন কনস্যুলেট উদ্বোধন করেন তিনি। রাশিয়ানদের উপস্থিতি বেড়ে যাওয়ায় দ্বীপের স্বাভাবিক চিত্র দ্রুত পাল্টে যাচ্ছে। জায়গার দাম বাড়ছে হু হু করে। এটি স্থানীয় বাসিন্দাদের জন্য আশীর্বাদ হলেও দ্বীপে বেড়াতে আসা পর্যটকেরা বিপাকে পড়েছেন। বেড়াতে এসে পছন্দমতো জায়গা খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তাঁদের জন্য। পর্যটক বাড়ার পাশাপাশি রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ব্যবসা-বাণিজ্যর দ্রুত উত্থান ঘটছে।

ব্যবসার সুবিধার জন্য রুশ ভাষায় তৈরি অ্যাপ ব্যবহার করা হচ্ছে। আইনবহির্ভূতভাবে অনেককে দিয়ে কাজ করানো হচ্ছে। রাশিয়ার যৌনকর্মীদেরও আনাগোনা বাড়ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। পর্যটন ব্যবসায় রুশদের উত্থান যেমন ঘটছে, পাশাপাশি দ্বীপটির আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। থাইল্যান্ডে অনেক রাশিয়ান বৈধভাবে ব্যবসা করছেন। থাইল্যান্ডে কাজের অনুমতি না পাওয়ার কিছু কিছু রুশ নাগরিক অপরাধে জড়িয়ে পড়ছেন। আবার চাইলেও কাজের ভিসার অনুমতি পাওয়া যায় না। তারা চাকরি খুঁজতেও পারেন না। বাধ্য হয়ে তাঁরা আইনভঙ্গ করেন। রুশ নাগরিকেরা থাইল্যান্ডে বাড়িও করতে চাইছে। এ কারণে থাইল্যান্ডের আবাসনের দাম বাড়ছে। রাশিয়ার অনেক ক্রেতা তাঁদের স্ত্রী ও সন্তানদের নিরাপদে রাখতে ফুকেটকে বেছে নিচ্ছেন। আবার রাশিয়াতেও তাঁরা গোপনে ব্যবসা করছেন। তাঁরা ফুকেটকে নিরাপদ মনে করছেন।