Bengla jago Desk: হৃদরোগে নাকি আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেশ কদিন আগেই খবরে প্রকাশ হয়েছিল, হৃদরোগে নাকি আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই আশঙ্কা নিয়ে সোমবার রাত থেকেই এই আবার গুঞ্জন শুরু হয়। ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের খবর নিয়ে নানা গুজবও রটতে শুরু করে। রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে এই গুঞ্জন উঠে আসে।
রবিবার রাতে তিনি নাকি নিজের বেডরুমের মেঝেতে পড়েছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে চিকিৎসকও ডাকা হয়। চিকিৎসকরাই জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন পুতিন। তবে এই খবর কে উড়িয়ে দিয়েছে রাশিয়া। পুতিনের অসুস্থতার খবর নিয়ে মুখ খুলল ক্রেমলিন।প্রেসিডেন্ট পুতিন সম্পূর্ণ সুস্থ রয়েছেন, এমনটাই জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
প্রসঙ্গত, ৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুজব-জল্পনা রয়েছে। কখনও দাবি করা হয়, মারণ রোগে আক্রান্ত পুতিন, কখনও আবার তিনি স্নায়ুর সমস্যায় ভুগছেন বলেও দাবি করা হয়। যদিও কোনও খবরকেই শেষ অবধি সত্য বলে স্বীকার করেনি ক্রেমলিন।
Free Access