ad
ad

Breaking News

মায়ানমার

মর্মান্তিক কাণ্ড মায়ানমারে! শরণার্থী শিবিরে জুন্টা হামলা

Bengla Jago Desk: মর্মান্তিক কাণ্ড মায়ানমারের এক শরণার্থী শিবিরে। কামানের তোপে পড়ে নিহত হয়েছে শিশু ও বৃদ্ধাসহ মোট ২৯ জন। আহত হয়েছে আরও অনেক। মায়ানমার ও  চিন সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছে  এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে গৃহহীন ব্যক্তিদের একটি শিবিরকে লক্ষ করে মায়ানমার সেনাবাহিনী হামলা চালাতে শুরু করে। দাবি করা হচ্ছে মায়ানমারের সেনা […]

Bengla Jago Desk: মর্মান্তিক কাণ্ড মায়ানমারের এক শরণার্থী শিবিরে। কামানের তোপে পড়ে নিহত হয়েছে শিশু ও বৃদ্ধাসহ মোট ২৯ জন। আহত হয়েছে আরও অনেক। মায়ানমার ও  চিন সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছে  এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে গৃহহীন ব্যক্তিদের একটি শিবিরকে লক্ষ করে মায়ানমার সেনাবাহিনী হামলা চালাতে শুরু করে। দাবি করা হচ্ছে মায়ানমারের সেনা শিবিরে আগুন ধরিয়েছে।

ঘটনায় জুন্টার এক প্রধান জানিয়েছেন এই হামলায় মায়ানমার সেনা জড়িত নয়। ঠিক কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। ২০২১ সাল থেকে জুন্টা দখল করে মায়ানমার। এর পর থেকেই মাঝে মাঝেই হামলা চলে মায়ানমারের নানান প্রান্তে। এই পরিস্থিতির চাপে পড়ে বহু মানুষ গৃহ ছেড়ে পালাতে বাধ্য হয়।  সম্প্রতি এই হামলা সব চেয়ে ভয়ঙ্কর হামলা বলে জানা যাচ্ছে তবে জুন্টা এই হামলার দায় নিতে অস্বীকার করেছে।

ইতিমধ্যেই এই হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে উদ্ধারকারী দল রাতের অন্ধকারেও মৃতদেহ উদ্ধার করছে।হামলায় ধূলিসাৎ হওয়া ওই ক্যাম্পের নিকটবর্তী স্থানে রয়েছে কে আই এর সদর দপ্তর। কে আই এবং জুন্টা বাহিনীর সংঘাত রয়েছে দীর্ঘদিন ধরে। কেআইএ’র কর্নেল নাও বু বলেন, হামলার কারন জানতে তদন্ত চলছে ।

Free Access