Bengla Jago Desk: লেবাননের দক্ষিণাঞ্চলীয় কাফল শুবা ও ওদেইশেহর নামক দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়। তবে হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। স্থানীয় টেলিভিশনের একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের কাফল শুবা ও ওদেইশেহর এলাকার পাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এদিকে অপর একটি প্রতিবেদনে জানাগিয়েছে, গ্রাম দুটি ইসরায়েল লেবানন সীমান্তসংলগ্ন। হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধেও হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের ধারণা, লেবাননের এই ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে।
এখন গাজার পাশাপাশি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। প্রসঙ্গত ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করেছিল। হামাস একে অপারেশন ‘আল আকসা ফ্লাড’ নামে অভিহিত করেছিল। এরপর ৮ অক্টোবর হিজবুল্লাহ হামাসের হামলার সমর্থনে শেবা ফার্মের সামরিক সাইটগুলোর দিকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এরপরেই লেবানন ইসরায়েল সীমান্তের পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওদিনই ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব লেবাননের বেশ কয়েকটি ভারী কামান নিক্ষেপ করে জবাব দেয়। মাত্র ৬ মিলিয়ন জনসংখ্যার ছোট্ট দেশ লেবানন ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত সহিংসতার কারণে অর্থনৈতিক মন্দায় ভুগছে। এর মধ্যে আবার নতুন করে সংঘাতের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার মানুষ। এদিকে, গত ১১ দিনের হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় ৩ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও ১২ হাজারের বেশি আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস।
Free Access