ad
ad

Breaking News

ইসরাইল

রবি রাতে গাজায় লাগাতার বিমান হামলা ইজরায়েলের! মৃত্যু একাধিক নারী-শিশুর

Bangla Jago Desk: ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েল রাতভর দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। ক্রমবর্ধমান সংঘাত পর্যালোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর শীর্ষ জেনারেলসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা কেন্দ্রীভূত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রাতে […]

Bangla Jago Desk: ফিলিস্তিনের গাজা উপত্যকায় সোমবার ভোরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া ইসরায়েল রাতভর দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। ক্রমবর্ধমান সংঘাত পর্যালোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর শীর্ষ জেনারেলসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেছেন। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকার কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা কেন্দ্রীভূত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত রাতে উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের কাছের একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ দিন ধরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৪ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এই হামলায় ১ হাজার ৪০০ ব্যক্তি নিহত হন। এ ছাড়া ইসরায়েল থেকে তাঁরা ২১২ ব্যক্তিকে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে। হামাস নেতা ইসমাইল হানিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআব্দোল্লাহিয়ান রবিবার গভীর রাতে ফোনে কথা বলেছেন। তাঁরা গাজায় ইসরায়েলের নৃশংস অপরাধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছেন। হামাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এ জন্য তারা গাজা সীমান্তে বিপুল সংখ্যক ট্যাংক ও সেনা জড়ো করেছে।

ফিলিস্তিনের গাজায় শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত ভবন থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার ওই ভবনে রবিবার রাতে এ হামলা চালানো হয়। হামলায় আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।

জাবালিয়া শরণার্থীশিবির গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। এখানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এ ছাড়া ররিবার রাতে গাজার বিভিন্ন এলাকায় হামলা বাড়িয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নারী–শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর রবিবার রাতকে সবচেয়ে রক্তক্ষয়ী বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের এই হামলায় গাজায় প্রায় ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।