Bengla jago Desk: ইন্দোনেশিয়াতে প্রথমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতিবেগ সম্পূর্ণ ট্রেন চালু হল। এই ট্রেন চালু করল ইন্দোনেশিয়ার সরকার। চীনের থেকে আর্থিক সহায়তায় মাল্টিবিলিয়ন ডলারের এই প্রকল্পকে প্রেসিডেন্ট জোকা উইদোদো দেশের আধুনিকীকরণের প্রতি হিসেবে এটিকে স্বাগত জানিয়েছেন। জানা যাচ্ছে এই বুলেট ট্রেনটির নাম ‘হুশ’। এটি ঘন্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করবে। রাজধানী জাকার্তা ও বান্দুংয়ের মধ্যে চলাচল করবে। এই দুটি নগরের মধ্যে চলাচল করতে ট্রেনটির সময় লাগবে মাত্র ৪৫ মিনিট।
আগে ১৪০ কিলোমিটার দূরত্বের এই পথ পারাপার করতে সময় লাগতো প্রায় তিন ঘন্টা। একটি অনুষ্ঠানে ইউদোদো বলেন, ‘জাকার্তা বন্দুং হাই স্পিড ট্রেনটি আমাদের দক্ষ, বন্ধুসুলভ এবং সমন্বিত গণপরিবহন ব্যবস্থার একটি নিদর্শন’। তিনি আরো বলেন, ‘এটি গণপরিবহনের ক্ষেত্রে আমাদের দেশে আধুনিকীকরণের প্রতিজ্ঞা অন্যান্য পরিবহনের সাথে নির্বিঘ্নে সংযোগ স্থাপন করছে’। প্রসঙ্গত প্রথমদিকে সম্পূর্ণ প্রকল্পটির ব্যয় অনুমান করা হয়েছিল পাঁচ মিলিয়ন ডলার।
২০১৯ সালের মধ্যে ই এ সম্পূর্ণ প্রকল্পের নির্মাণ কাজ শেষ করার কথা ভাবা হয়েছিল। কিন্তু নির্মাণ সংক্রান্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। এরপরই করো না মাহামারী ফলে কাজে একের পর এক বিঘ্ন ঘটে। ফলে কাজ শেষ করতে অনেক বেশি সময় লেগে যায়। এছাড়াও সম্পূর্ণ প্রকল্পের ব্যয় অনেক বেশি বৃদ্ধি পায়। তবে শেষমেষ চালু হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন ট্রেন।
Free Access