Pedestrians walk through the heavy rainfall in Sydney's CBD. 6th April 2022 Photo: Janie Barrett
Bengla Jago Desk:ভারী বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত নিউ ইয়র্ক শহর। কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে শহরের একাধিক এলাকা চলে গিয়েছে জলের তলায়। শহরের নিউ জার্সি এলাকা ও তার আশপাশের অঞ্চলে ইতিমধ্যেই বন্যা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বন্যা পরিস্থিতি যাতে ভয়াবহ আকার না নেয় তার জন্য নিউ ইয়র্ক শহর জুড়ে স্টেট অফ এমারজেন্সি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই শহরে টানা ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। ২৪ ঘণ্টার মধ্যেই শহরের একাধিক অংশে ৩ ইঞ্চি ও ৬ ইঞ্চির মত জল জমে যায়। রাস্তা সহ হাইওয়ে বলা যেতে পারে প্রায় নদীতে পরিণত হয়েছে। ফলে যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি সামলানোর জন্য প্রশাসনের তরফ থেকে অনেক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বহু বিমান চলাচলও বন্ধ রাখা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার বৃষ্টিতে এইভাবে শহরের বিস্তীর্ণ এলাকা জল মগ্ন হয়ে পড়ার ঘটনায় ইতিহাসে নয়া রেকর্ড গড়তে চলেছে বলে দাবি জানায় শহরের একাধিক সংবাদমাধ্যম।
হড়পা বানে জেরে জলের তলায় ম্যানহাটনের বিস্তীর্ণ এলাকা, কোনি আইল্যান্ড, ফরেস্ট হিল, কুইন্সের লাগুরদিয়া বিমানবন্দরও। বন্যা-পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গভর্নর ক্যাথে হোচুল নিউ ইয়র্ক শহর-সহ লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছেন। শহরের একাধিক এলাকায় জলস্তর বেড়ে যাওয়ায় যাঁদের একতলা বাড়ি, তাঁদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
Free Access