ad
ad

Breaking News

চিন

আকাশ সীমা লঙ্ঘন চিনের

Bengla Jago Desk: আকাশ সীমার নিয়ম লঙ্ঘন করল চিন। রাতের অন্ধকারে মার্কিন বি ৫২ ফাইটার জেটের রেডারে ধরা পড়লো একটি অদ্ভুত দৃশ্য। চিন জে ১১ যুদ্ধবিমান একেবারে নাকের ডগায় চলে এসেছিল তাদের। যদিও দক্ষিণ সাগরের আকাশসীমা লঙ্ঘনের কোন অনুমতি নেই চিনের। তবে এবার অবৈধ অনুপ্রবেশ ঘটলো। নীতি ভেঙ্গে একেবারে মার্কিন যুদ্ধবিমান থেকে মাত্র ১০ ফুট […]

Bengla Jago Desk: আকাশ সীমার নিয়ম লঙ্ঘন করল চিন। রাতের অন্ধকারে মার্কিন বি ৫২ ফাইটার জেটের রেডারে ধরা পড়লো একটি অদ্ভুত দৃশ্য। চিন জে ১১ যুদ্ধবিমান একেবারে নাকের ডগায় চলে এসেছিল তাদের। যদিও দক্ষিণ সাগরের আকাশসীমা লঙ্ঘনের কোন অনুমতি নেই চিনের। তবে এবার অবৈধ অনুপ্রবেশ ঘটলো। নীতি ভেঙ্গে একেবারে মার্কিন যুদ্ধবিমান থেকে মাত্র ১০ ফুট ব্যবধানে চলে এল চিনা ফাইটার জেট। যদিও এই বিষয়টিকে একেবারে ভালো চোখে দেখতে রাজি নয় পেন্টাগন। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের তরফে এক্স ভিডিও প্রকাশ করা হয়েছে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে চিনের যে ১১ যুদ্ধবিমান একেবারে মার্কিন যুদ্ধবিমানের কান ঘেঁষে বেরিয়ে গেল। এখানেই মনে করা হচ্ছে যে তাহলে কি হামলার লক্ষ্য ছিল তাদের? মার্কিন বি ৫২ যুদ্ধবিমানের পাইলটের তরফে জানানো হয়েছে, তারা নিজস্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। যদি কোনরকম বিরূপ পরিস্থিতি হত তাহলে তার পাল্টা জবাব দিতে তৈরি ছিল মার্কিন সেনা। প্রসঙ্গত এমন ঘটনা প্রথম নয়। এর আগেও গত বছর মার্কিন সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমানের খুব কাছাকাছি এসে পড়েছিল চিনের ফাইটার জেট। শুধু তাই নয় একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।

সেই সময় মার্কিন পাইলট নিজের যুদ্ধের কৌশলে সম্পূর্ণ সংঘর্ষটি এড়িয়ে যান। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডের তরফে জানানো হয়েছে চিনা যুদ্ধবিমানটি বিপদজনকভাবে উড়ে এসেছিল। অন্যদিকে মার্কিন বিমান নিজেদের আইন মেনে দক্ষিণ চিন সাগরের উপর আন্তর্জাতিক আকাশ সীমার মধ্যে রুটিন টহলদারি করছিল। কিন্তু আচমকাই এমন ঘটনা ঘটায় চিনের ফাইটার জেট। যদিও বেইজিং তরফে দাবী করা হয়েছে যে কোন রকম আক্রমণের অভিসন্ধি তাদের ছিল না। রুটিন মহড়া দিতে গিয়ে বিমানটি আকাশ সীমা লঙ্ঘন করেছে।

Free Access