ad
ad

Breaking News

ক্যামেরুন

ক্যামেরুন এর রাজধানী ইয়াউন্দের ভূমিধসের জেরে মৃত্যু মিছিল

Bengal Jago Desk: পৃথিবীর বুকে নেমে আসছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। নেপাল থেকে শুরু করে আফগানিস্তান এমন কি জাপানেও আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে দেশগুলোতে নেমে এসেছে মৃত্যু মিছিল। এবার আবারও ভূমিধসের মত প্রাকৃতিক বিপর্যয় নেমে এল ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। এছাড়াও এখনও বাকিদের সন্ধান চলছে। ক্যামেরুন […]

Bengal Jago Desk: পৃথিবীর বুকে নেমে আসছে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। নেপাল থেকে শুরু করে আফগানিস্তান এমন কি জাপানেও আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয়। যার জেরে দেশগুলোতে নেমে এসেছে মৃত্যু মিছিল। এবার আবারও ভূমিধসের মত প্রাকৃতিক বিপর্যয় নেমে এল ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। এছাড়াও এখনও বাকিদের সন্ধান চলছে।

ক্যামেরুন এর রাজধানী ইয়াউন্দেতে প্রায়শুই ভূমিধস হয়। এবারে ইয়াউন্দের উত্তর পশ্চিমে এমবানকলো জেলায় এই ভূমিধস হয়েছে। এই অঞ্চলের জনবসতি প্রায় ত্রিশ লাখ লোকের বসবাস। সেখানকার সরকারি সম্প্রচারকারীর তরফে জানানো হয়েছে উঁচু জমিতে একটি কৃত্রিম হ্রদকে আটকে রাখা হয়েছিল একটি বাঁধ দিয়ে। মুষলধারে বৃষ্টির ফলে সেই হ্রদটির বাঁধ ফেটে যায়।

সেখানকার ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড ডেভিড পেটাটোয়া পাউফং ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘গতকাল আমরা মৃত ১৫ জনকে উদ্ধার করেছি এবং আজ সকালে আমরা ৮ জনকে খুঁজে পেয়েছি। আমরা এখনো খোঁজ চালাচ্ছি।’ এছাড়াও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা দাউদা উসমানউ রেডিওতে ঘোষণা করেছেন, ‘ভারী বৃষ্টির পর একটি ভূমিধস হয়েছিল। বৃষ্টির জল তার পথের সব কিছুকে ভাসিয়ে নিয়ে গেছে।’ প্রসঙ্গত গত বছরের নভেম্বর মাসেও ইয়াউন্দের দামাস জেলায় একটি ভূমিধস হয়। এর জেরে কমপক্ষে ১৫ জন মারা গিয়েছিলেন।

Free Access