ad
ad

Breaking News

মহাকাশ

এক বছর ধরে মহাকাশে আটকে! অবশেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা

Bangla Jago Desk:  মহাকাশে আটকে পড়েছিলেন তিন মহাকাশচারী। পৃথিবীতে ফিরলেন এক বছর পর। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর এবার আমেরিকার তিন মহাকাশচারী। তারা কাজাখস্তানের একটি এলাকায় অবতরণ করেন। এই তিনজনের মধ্যে সের্গেই প্রকোপিয়েভ ও দিমিত্রি পেতেলিন রাশিয়ার মহাকাশচারী। এবং ফ্র্যাঙ্ক রুবিও আমেরিকার। যদিও এর আগেও পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করেছিলেন […]

NASA astronaut Frank Rubio is helped out of the Soyuz MS-23 spacecraft just minutes after he and Russian cosmonauts Sergey Prokopyev and Dmitri Petelin, landed in a remote area near the town of Zhezkazgan, Kazakhstan on Wednesday, Sept. 27, 2023. The extended mission means that Rubio now holds the record for longest spaceflight by an American. (Bill Ingalls/NASA via AP)

Bangla Jago Desk:  মহাকাশে আটকে পড়েছিলেন তিন মহাকাশচারী। পৃথিবীতে ফিরলেন এক বছর পর। এক বছরের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর এবার আমেরিকার তিন মহাকাশচারী। তারা কাজাখস্তানের একটি এলাকায় অবতরণ করেন। এই তিনজনের মধ্যে সের্গেই প্রকোপিয়েভ ও দিমিত্রি পেতেলিন রাশিয়ার মহাকাশচারী। এবং ফ্র্যাঙ্ক রুবিও আমেরিকার।

যদিও এর আগেও পৃথিবীতে ফিরে আসার চেষ্টা করেছিলেন তারা। সেই মুহূর্তে সেটা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। জানা যায় এই তিনজন মহাকাশচারীর মহাকাশ মিশন ছিল ছয় মাসের জন্য। তবে ত্রুটির কারণে সেই মিশনের সময়সীমা বেড়ে দাঁড়ায় ৩৭১ দিনে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী রুবি, সের্গেই প্রকোপিয়েভ এবং দিমিত্রি পেতেলিন এই সময়ের মধ্যে ১ লক্ষ ৫৭৪ মাইল ভ্রমণ করেছেন এবং পৃথিবীকে কেন্দ্র করে ৫ হাজার ৯৬৩ বার আবর্তন করেছেন।

প্রসঙ্গত রাশিয়া তাদের ফেরত আনার জন্য প্রথমবার একটি সহজ মহাকাশযান পাঠিয়েছিল। কিন্তু সেই সময় ওই মহাকাশযানটি কোনো বস্তুর ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরের বার রাশিয়ার হাতে কোন মহাকাশ প্রস্তুত ছিল না যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা নভোচারীদের ফিরিয়ে আনবে। তবে শেষমেষ বুধবার এই দিন মহাকাশচারী পৃথিবীর বুকে নেমে আসেন।

Free Access