Bangla Jago Desk: অবশেষে মুক্তি, উত্তর কোরিয়ার বন্দিশালা থেকে মুক্তি পেলেন মার্কিন ফৌজের জওয়ান ট্র্যাভিস কিং। গত বৃহস্পতিবার কিংকে বিশেষ সামরিক বিমানে টেক্সাসে নিয়ে আসা হয়েছে। বিগত দুই মাস ধরে কিমের বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছিল তাঁকে। গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েন মার্কিন সেনাবাহিনীর সদস্য ট্র্যাভিস কিং। এরপরেই বছর তেইশের ওই মার্কিন সেনাকে হেফাজতে নিয়ে নেয় উত্তর কোরিয়ার সেনা।
সিএনএন সূত্রে খবর, এদিন মার্কিন সেনার যৌথ ঘাঁটি আন্তোনিও-ফোর্ট স্যাম হিউস্টনে পৌঁছোন কিং। সেখান থেকে বেশ কিছু শারীরিক পরীক্ষার জন্য তাঁকে পাঠানো হয় সেনা হাসপাতালে। এই বিষয়ে মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, কিংকে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তারপর তাঁকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে কিমের প্রশাসন হঠাৎ করে কেনো সুর নরম করে কিংকে তুলে দিল আমেরিকার হতে সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রসঙ্গত মার্কিন সেনাবাহিনীর কথা অনুযায়ী দক্ষিণ কোরিয়াতে মোতায়ন ছিলেন কিং।
কিন্তু সেখানে মারামারির একটি ঘটনার জেরে দুমাস জেলে থাকতে হয়েছিল তাকে। ফলে তিনি আমেরিকায় ফিরলে, সাধারণত অনুশাসন ভঙ্গের মামলার মুখোমুখি হতে হতো তাকে। কিন্তু এর আগেই সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়াতে চলে গিয়েছিলেন কিং। এবার প্রশ্ন থাকছে আমেরিকাতে ফিরে আসার পরও আমেরিকা চীনের বিরুদ্ধে কোন শাস্তি মূলক পদক্ষেপ নেয় কিনা।
Free Access