ad
ad

Breaking News

মন্দির

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির

Bangla Jago Desk: মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হিন্দু মন্দির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দিরের তকমা পেতে চলেছে। আগামী মাসে উদ্বোধন হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি তে অবস্থিত স্বামী নারায়ণ মন্দিরের । এই মন্দির মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রবাসী ভারতীয় এবং হিন্দুদের মনে বিশেষ জায়গা করে রাখবে। তবে এখন পর্যন্ত বিশ্বের সর্ব বৃহৎ মন্দির হিসাবে নিজের জায়গার এক […]

Bangla Jago Desk: মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত হিন্দু মন্দির বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দিরের তকমা পেতে চলেছে। আগামী মাসে উদ্বোধন হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি তে অবস্থিত স্বামী নারায়ণ মন্দিরের । এই মন্দির মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রবাসী ভারতীয় এবং হিন্দুদের মনে বিশেষ জায়গা করে রাখবে। তবে এখন পর্যন্ত বিশ্বের সর্ব বৃহৎ মন্দির হিসাবে নিজের জায়গার এক চুলও ছাড়তে রাজি নয় কাম্বোডিয়ার আংকোর ওয়াট মন্দির ।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মন্দির নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার থেকে ৯০ কিমি দূরে এবং ওয়াশিংটন ডিসি-র ২৭৯ কিলোমিটার উত্তরে  নিউ জার্সির রবিনসভাইল টাউনশিপে অবস্থিত। প্রায় ১৮৩ একর জমির উপর নির্মাণ করা হয়েছে এই মন্দির। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে এবং শেষ হয় ২০২৩ সালে। প্রাচীন ভারতীয় সংস্কৃতির ছাপ পাওয়া যাবে এই মন্দিরে। ভিতরে রয়েছে ১০ হাজার মূর্তি ও ভারতীয় বাদ্যযন্ত্র। প্রায় ১২ হাজারের ও বেশি লোক মিলে তৈরি করেছে এই মন্দির। জানা গেছে ভারত থেকে মন্দিরে নিয়ে আসা হয়েছে ব্রহ্মকুণ্ডের জল।

এছাড়াও বিশ্বের মোট ৩০০টি জায়গা থেকে এই মন্দিরে জল আনা হয়েছে।  গোটা বিশ্ব এই মন্দিরকে চিনবে বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধাম নামে।হিন্দু রীতিনীতি মেনে পরের মাসে ৮ অক্টোবর মন্দিরের শুভ উদ্বোধন করা হবে । মন্দিরের দ্বারোদঘাটন করবেন মোহন্ত স্বামী মহারাজ। ইনি হলেন বিএপিএস নামের এক ধর্মীয় সংস্থার প্রধান। ১৮ই অক্টোবর থেকে এই মন্দির সাধারন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।