Bnagla jago Desk: বিয়ে বাড়ির হই হুল্লোড় নিমেষের মধ্যে পরিণত হল বিষাদে। উত্তর ইরাকের একটি বিয়েবাড়িতে ভয়াবহ আগুন লেগে মৃত্যু হয়েছে কম করে ১০০ জনের। গুরুতর জখম কমপক্ষে ১৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ করা শুরু হয়েছে। গুরুতর আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জানাগেছে মঙ্গলবার ইরাকের নিনেভে প্রদেশের হামদানিয়া এলাকায় ওই বিয়েবাড়িতে স্থানীয় সময় রাত ১০ টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। বাজি সহ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল ওই বিয়েবাড়িতে । যে কারণে চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে মণ্ডপ সহ আশেপাশের এলাকায়। সেই সময় আগুন নেভানোর কোন ব্যবস্থা না থাকায় অগ্নিকান্ড ভয়াবহ রুপ নেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনার প্রাণপণ চেষ্টা করে। তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছিল।
বিয়ের অনুষ্ঠান বাড়ির আর এক টুকরো অংশ বেচে আছে কিনা সন্দেহ। আগুন লাগার কিছুক্ষনের মধ্যে ভেঙে পরে অনুষ্ঠান বাড়ির এক অংশ।এই মর্মান্তিক অগ্নিকান্ডের একটি ভিডিও ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা প্রাণ ভয়ে চিৎকার করছেন। ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের প্রধান ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।