ad
ad

Breaking News

সিরিয়া

সরকারপন্থী ও কুর্দিদের সংঘর্ষে নিহত ২৫

Bangla Jago Desk:  সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে দেশটির পূর্বাঞ্চলীয় আরব জাতিগোষ্ঠী অধ্যুষিত দেইবান এলাকায় এ ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন সরকারপন্থী ও ৩ জন কুর্দি […]

Bangla Jago Desk:  সিরিয়ায় সরকারপন্থী বাহিনীর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে দেশটির পূর্বাঞ্চলীয় আরব জাতিগোষ্ঠী অধ্যুষিত দেইবান এলাকায় এ ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জন সরকারপন্থী ও ৩ জন কুর্দি সমর্থিত বাহিনীর সদস্য।

এ ছাড়া অপর এক নারী এ ঘটনায় নিহত হন। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস জানিয়েছে, সোমবার তাদের নিয়ন্ত্রিত এলাকায় বন্দুকধারীরা প্রবেশ করেছিল। পরে এসডিএফ তাদের সমুচিত জবাব দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেও সেখানে আরব জাতিগোষ্ঠীর সঙ্গে এসডিএফের সংঘর্ষ হয়েছিল।

সে সময় ১০ দিনের ওই সংঘর্ষে ৯০ জন নিহত হন। ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুর্দি অধ্যুষিত শহরগুলোতে ওয়াইপিজির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। কিন্তু এ বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদের চেষ্টারত সুন্নি বিদ্রোহী বাহিনীগুলোকে দমনের দিকে মনোযোগ দিয়ে এসেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।