ad
ad

Breaking News

sonakshi Sinha

sonakshi Sinha: সলমন খানের জন্যই সোনাক্ষী-ইকবালের সম্পর্ক! সোনাক্ষীর বিয়ে নিয়ে কি বললেন শক্রঘ্ন সিনহা?

দীর্ঘদিন ধরে জাহির ইকবালের সাথে সোনাক্ষী সিনহার প্রেমের গুঞ্জন চলছে। যদিও লাভবার্ডসরা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি কখনই

What did Shakraghan Sinha say about Sonakshi's marriage

সংগৃহীত

Bangla Jago Desk: দীর্ঘদিন ধরে জাহির ইকবালের সাথে সোনাক্ষী সিনহার প্রেমের গুঞ্জন চলছে। যদিও লাভবার্ডসরা তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি কখনই। এবার তাদের বিয়ের খবর সামনে আসার পর থেকেই সোনাক্ষী সিনহা একদম শিরোনামে রয়েছেন। চল্লিশের দোরগোড়ায় এসে জুন মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘দাবাং’-এর অভিনেত্রী।

৩৭ বছর বয়সী শক্রঘ্ন কন্যা আগামী ২৩শে জুন দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সাথে বিয়ের বন্ধনে বাঁধা পরবেন। অথচ মেয়ের বিয়ে নিয়ে কিছুই জানেন না বাবা, শক্রঘ্ন সিনহা। মিডিয়ার তরফ থেকেই তিনি নাকি জানতে পেরেছেন এই সংবাদ। এদিকে এক ইন্টারভিউতে সোনাক্ষীর ভাই লভ সিনহা জানিয়েছিলেন, তিনি বর্তমানে মুম্বাইয়ের বাইরে রয়েছেন এবং সোনাক্ষীর বিয়ের বিষয়ে তাঁর কোনও মন্তব্য নেই। অতএব, দুয়ে দুয়ে চার করলে বোঝা যাচ্ছে পরিবারের খুব একটা মত নেই এই বিয়েতে। কিছুটা জেদের বশেই বিয়ের দিকে এগোচ্ছেন শক্রঘ্ন কন্যা। পরিবার থেকে মৌনতা পালন করলেও বিয়ের জায়গা ঠিক হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে। মুম্বইয়ের বাস্টিনে হবে বিয়ের গ্র্যান্ড আসর ও রিসেপসন।

দুপুরে হবে বিয়ে এবং রাতে রিসেপসনের পার্টি। তবে কোন মতে বিয়ে হবে? হিন্দু না মুসলিম? নাকি আবার দুই ধর্মানুসারেই হবে, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে।বিয়ের থিম হবে ‘ফেস্টিভ অ্যান্ড ফর্ম্যালস’। এক পুরোনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বিয়েতে তিনি লাল লেহেঙ্গাই পরবেন। ২০১৯ সালে ‘নোটবুক’ ছবির হাত ধরে জাহিরের সঙ্গে পরিচয় হয় তার। শোনা যায়, সলমন খানের এক পার্টিতেই নাকি দুজনের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। সেখান থেকেই এই সম্পর্কের সূত্রপাত। তবে নায়িকা এখন তার পরিবারের সম্মতির জন্য অপেক্ষা করছেন।