ad
ad

Breaking News

বলিউডে বিয়ের আসর ! চলতি মাসেই বিয়ে করবেন সোনাক্ষী সিনহা !

আমাকে আমার মত থাকতে দাও' বলার দিন শেষ করে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা ।

Bangla Jago Desk :  ‘আমাকে আমার মত থাকতে দাও’ বলার দিন শেষ করে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী সিনহা । পাত্রের নাম জাহির ইকবাল। বলিউডের এই অভিনেত্রীর বিয়ের ব্যাপারে জানা গিয়েছে অভিনেত্রী এবং তার হবু বরের নামে কার্ড ছাপা হয়ে তা বিলিও হয়ে গেছে । বলিউডের বিয়ে মানে জাঁকজমকের কোনরকম খামতি থাকে না । বলা ভালো গ্ল্যামারের ছড়াছড়ি থাকে।থাকে চমকের পর চমক । তবে এক্ষেত্রে একটু আলাদা, বিয়ে করছেন অভিনেত্রী অথচ তিনি জাঁকজমক করবেন না । মুম্বাইয়ের বাস্টিনে সোনাক্ষী এবং জাহিরের বিয়ের আসর বসলেও তা খুব একটা জাকজমক পূর্ণ হবে না বলেই জানা গিয়েছে। একেবারে ঘরোয়া ভাবে পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন কে সঙ্গে নিয়েই সোনাক্ষী এবং জাহিরের চার হাত হবে এক।

আগামী ২২ জুন বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। ২৩ জুন রয়েছে রিসেপশন। জাহির ও সোনাক্ষীর সম্পর্ক দীর্ঘদিনের । সেই সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে। বিয়ের জন্য প্রস্তুতিও চলছে গোপনে গোপনে। নতুন জীবনের প্রবেশ করতে যাওয়ার খবরটি গোপনেই রেখেছিলেন সোনাক্ষী। তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে হু হু করে ছড়িয়ে গিয়েছে সেই কথাটি । ওই যে কথাই বলে, গোপন কথাটি রবে না গোপনে। ‌ যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়ালেও অভিনেত্রী তাতে সিলমোহর দেননি। যদিও বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে সোনাক্ষী জাকির ইকবালের বিয়ের খবর সত্যি।