ad
ad

Breaking News

পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ, প্রকাশ্যে ছবির ট্রেলার

Bengla Jago Desk:  আজ মুক্তি পেল ‘পর্ণশবরীর শাপ’-এর ট্রেলার পরমব্রত চট্টোপাধ্যায়ের-র পরিচালনায় ওয়েব সিরিজে আসছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এই খবর তো ইতিমধ্যেই সবার জানা। সৌভিক চক্রবর্তী লেখা , নীরেন্দ্রনাথ ভাদুড়ির চরিত্রকে কেন্দ্র করে একটি গল্পকেই ওয়েব সিরিজের পর্দায় তুলে ধরবেন পরমব্রত। আজ মুক্তি পেল ‘পর্ণশবরীর শাপ’-এর ট্রেলার। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, […]

Bengla Jago Desk:  আজ মুক্তি পেল ‘পর্ণশবরীর শাপ’-এর ট্রেলার পরমব্রত চট্টোপাধ্যায়ের-র পরিচালনায় ওয়েব সিরিজে আসছেন চিরঞ্জিৎ চক্রবর্তী এই খবর তো ইতিমধ্যেই সবার জানা। সৌভিক চক্রবর্তী লেখা , নীরেন্দ্রনাথ ভাদুড়ির চরিত্রকে কেন্দ্র করে একটি গল্পকেই ওয়েব সিরিজের পর্দায় তুলে ধরবেন পরমব্রত।

আজ মুক্তি পেল ‘পর্ণশবরীর শাপ’-এর ট্রেলার। চিরঞ্জিত ছাড়াও এই সিরিজে রয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়। পরমব্রত চট্টোপাধ্যায়ের এই ওয়েব সিরিজে তুলে ধরা হবে একটি মাইথোলজিক্যাল হরর গল্প।

ভাদুড়ি মশাই চরিত্রকে সার্থকভাবে চিরঞ্জিত ফুটিয়ে তুলবেন বলেই আশা পরিচালকের। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই সিরিজের শ্যুটিং। আর আজ মুক্তি পেল এই সিরিজের ট্রেলার। ১০ নভেম্বর হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।

Free Access