Bengla Jago Desk: গত মাসের ২৭ তারিখ প্রকাশ্যে এসেছিল টাইগার-৩ এর আগাম ঝলক। যার শুরুতেই অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারকে দেখা যাচ্ছে নিজের পরিচয় দিতে। অন্যদিকে গোটা দেশজুড়ে .টাইগারকে বলা হচ্ছে, তিনি গদ্দার, দেশোদ্রোহী। ২০ বছর পর দেশের হয়ে লড়াই করার পর তাই নিজের করেক্টার সার্টিফিকেট চাইছে টাইগার। যে জায়গায় বসে টাইগার এই বার্তা দিচ্ছেন তার আশেপাশে শোনা যাচ্ছে গুলি বর্ষণের আওয়াজ।
তাতেই টাইগারের আশ্বাস দেওয়া, বেচে থাকলে দেখা হবে। চূড়ান্ত অ্যাকশনের মেজাজেই টাইগার হয়ে সিনেমার পর্দায় ফিরতে দেখা যেতে চলেছে সল্লুভাইকে। মণীশ শর্মার পরিচালনায় এই ছবিতে শুধু সালমানই নন, রয়েছেন ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি, আশুতোষ রানা, রেবতী সহ আরও অনেকে।
তবে এই মুহূর্তে দর্শকদের অপেক্ষা একটাই, টাইগার৩ এর ট্রেলার প্রকাশ্যে আসবে কবে। এবার প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এর তরফ থেকে জানানো হলো সুখবর, ১৬ অক্টোবর সোমবারই টাইগার ৩-এর ট্রেলার প্রকাশ্যে আনা হবে। এই কথার জানার পর থেকে উচ্ছাসে বাসছে সালমান ভক্তরা। আসন্ন দেওয়ালিতেই তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।
Free Access