Bangla Jago Desk: মুম্বইয়ে বলিউড তারকাদের প্রায়শই লাগবাগে গনেশ দর্শন করতে দেখা যায়।এবার সেই লালবাগেই দেখা গেল সানি লিওনকে। স্বামী ড্যানিয়েল ওয়েবার সঙ্গে ললবাগের গনেশ পুজোয় হাজির হন সানি। লাল আনারকলিতে দেখা যায় তারকা অভিনেত্রীকে।মুম্বইয়ের লালবাগ মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থীতে এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন হাজার হাজার মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। শাহরুখ খান, সলমন খান, ভিকি কৌশল, কার্তিক আরিয়ান, শিল্পা শেট্টি থেকে পূজা হেজ এবারেও লালবাগচার পুজো দেখতে হাজির হয়েছিলেন।
শুক্রবার গণপতির আশীর্বাদ নিতে গেলেন সানি লিওনি ।পরনে লাল আনারকলি। মাথায় ঘোমটা টেনে লালবাগের গণেশ পুজোয় হাজির সানি লিওনি। সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার। মণ্ডপের প্রবেশপথে সানিকে দেখেই উৎসুক ভক্তরা ভীড় জমান। বাপ্পার আশীর্বাদ নিয়ে পাপ্পারাজিদের ক্যামেরার সামনে স্বামীর সঙ্গে পোজও দেন সানি লিওনি। সেই ভিডিও দেখেই নেটপাড়ার একাংশ ‘সংস্কারি’ তকমা সাঁটলেন সানির নামের পাশে।প্রসঙ্গত, খোদ অমিতাভ বচ্চনও লালবাগচায় এসে গণপতি দর্শন করেন সপরিবারে।
View this post on Instagram
শাহরুখ-সলমনও বহুবার গিয়েছেন। বৃহস্পতিবারও ছেলে অ্যাব্রামকে নিয়ে হাজির হয়েছিলেন কিং খান। কার্তিক আরিয়ান প্রতিবার পয়লা দিনেই লালবাগের মণ্ডপে ঢুঁ মারেন। এবার সানি লিওনিও লালবাগের গণেশ দর্শন করে এলেন।গোটা মুম্বইতে এখন সাজ সাজ রব। গণপতি উৎসবে মেতেছেন সকলে। তিন দিনের পুজো শেষে বাপ্পাকে বিদায় জানাতে গিয়ে অনেকের চোখের কোণই চিকচিক করে উঠেছে। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়ছে সেলেবদের গণেশবন্দনার একাধিক ছবি।