ad
ad

Breaking News

শুভশ্রী গাঙ্গুলি

গর্ভবতী শুভশ্রীকে কটাক্ষ! শরীরচর্চা করতেই বাঁকা মন্তব্য

Bengal Jago Desk: শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভিডিও শেয়ার করতেই তীব্র কটাক্ষের শিকার হলেন নায়িকা। কেন শুভশ্রীকে ঘিরে বাঁকা মন্তব্য করছেন নেটিজেনরা। কি করেছেন শুভশ্রী? নায়িকা ৮ মাসের অন্তঃসত্ত্বা । দিন কয়েক আগেই তিন বছর পূর্ণ করেছে তাঁর ছেলে ইউভান । এবার সে দাদা হওয়ার অপেক্ষায়। আর ৮ মাসের […]

Bengal Jago Desk: শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ভিডিও শেয়ার করতেই তীব্র কটাক্ষের শিকার হলেন নায়িকা। কেন শুভশ্রীকে ঘিরে বাঁকা মন্তব্য করছেন নেটিজেনরা। কি করেছেন শুভশ্রী? নায়িকা ৮ মাসের অন্তঃসত্ত্বা । দিন কয়েক আগেই তিন বছর পূর্ণ করেছে তাঁর ছেলে ইউভান । এবার সে দাদা হওয়ার অপেক্ষায়। আর ৮ মাসের গর্ভাবস্থায় শরীরচর্চার একটি ভিডিও শেয়ার করেছেন রাজপত্নী। ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো ঘাম ঝরাচ্ছেন নায়িকা।

আর সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘কোনও অজুহাত নয়! ৮ মাসের প্রেগন্যান্ট। উপভোগ করছি। তবে অভিনেত্রীর এই শরীরচর্চার ভিডিও খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে এই অবস্থায় তাঁর ‘ওয়ার্কআউট’ করা উচিত হয়নি একেবারেই। একজন লেখেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় জিম?’ আবার একজন লিখলেন, ‘কী দরকার? স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করলেও তো হতো, উফ আপনাদের এই অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল দেখলে ভয় লাগে।’ আবার কেউ লিখলেন, ‘দয়া করে করবেন না।

ডেলিভারির পর, কয়েক মাস কাটিয়ে ফের রুটিন শুরু করুন।’ একজন অনুরাগী লেখেন, ‘ডেলিভারি হওয়ার পর এক্সারসাইজ করাটাই তো ভাল। তার ওপর এখন ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা যায় না। এখন মানসিক ও শারীরিকভাবে স্বাস্থ্যকর থাকাটা জরুরি।’ তবে অনেক কটাক্ষের মাঝেও একাধিক অনুরাগীই তাঁর পাশে দাঁড়িয়েছেন। অনেকেরই মতে, শুভশ্রী অনুপ্রেরণা। সবমিলিয়ে নায়িকার শরীরচর্চার ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া।

Free Access