ad
ad

Breaking News

শ্রীলেখা মিত্র

শ্রীলেখার প্রতিযোগী কে ?রিল ভিডিওতে মিলল ইঙ্গিত

Bengla Jago Desk: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে অ্যাকটিভ থাকলেও খুব বেশি রিলস বানাতে দেখা যায়না অভিনেত্রীকে । এদিকে অভিনেত্রী ৫৬ বছর আগে ফিরে গিয়ে বিখ্যাত ছবি জুয়েল থিফ এর জনপ্রিয় গান  ‘হোটো মেঁ অ্যাইসি বাত’ গানে ঠোঁঠ মেলাতে দেখা যায় । ভূপিন্দর সিংহ, লতা মঙ্গেশকরের গাওয়া গানে রিল ভিডিও তৈরি করেছেন […]

Bengla Jago Desk: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে অ্যাকটিভ থাকলেও খুব বেশি রিলস বানাতে দেখা যায়না অভিনেত্রীকে । এদিকে অভিনেত্রী ৫৬ বছর আগে ফিরে গিয়ে বিখ্যাত ছবি জুয়েল থিফ এর জনপ্রিয় গান  ‘হোটো মেঁ অ্যাইসি বাত’ গানে ঠোঁঠ মেলাতে দেখা যায় । ভূপিন্দর সিংহ, লতা মঙ্গেশকরের গাওয়া গানে রিল ভিডিও তৈরি করেছেন শ্রীলেখা মিত্র।

রিল ভিডিওতে মানানসই সাজপোশাক করতে দেখা যায় অভিনেত্রীকে। দু’দিকে খোঁপা করে বাধা চুল, কানের দুল, গাঢ় রঙের লিপস্টিক পরে দেখা যায় অভিনেত্রীকে। সেই ভিডিয়ো পোস্ট করে শ্রীলেখা লেখেন, “ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড।” সাধারণত খুব যে রিল ভিডিয়ো তৈরি করেন শ্রীলেখা তেমনটা নয়। যদিও ফেসবুকে খুবই সক্রিয় অভিনেত্রী। কিন্তু ইনস্টাগ্রামে সচরাচর ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় না।

 

তাই অভিনেত্রীর এই ভিডিয়ো দেখে অবাক অনেকেই।তুলনাও শুরু হয়েছে রীতিমতো। ভিডিয়োর মন্তব্য বাক্স ভরে গিয়েছে। তারই মধ্যে এক জন লিখেছেন, “বাজারে স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রতিযোগী একটাই।” এই মন্তব্যের উত্তরে আরও বেশ কিছু মন্তব্য দেখা গিয়েছে। অনেকেই লিখেছেন, “ঠিক।” সত্যিই কি স্বস্তিকার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন শ্রীলেখা? এমন মন্তব্যে কমেন্টবক্স ভরে উঠলেও এসব মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন শ্রীলেখা মিত্র।

Free Acces