ad
ad

Breaking News

সায়নী দত্ত

বিয়ে করতে চলেছেন সায়নী! অভিনেত্রীর পাত্র কে?

Bangla Jago Desk: বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সায়নী দত্ত। রিঙ্গোর ‘ন হন্যতে’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে মুম্বইয়ে কাজে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এরই মাঝে মনের মানুষ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সায়নী দত্ত । গত জুন মাসে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী। ডিসেম্বরে সারবেন বিয়ে। তবে অভিনেত্রী কাকে মন দিলেন? কে সেই পাত্র। […]

Bangla Jago Desk: বিয়ে করতে চলেছেন অভিনেত্রী সায়নী দত্ত। রিঙ্গোর ‘ন হন্যতে’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিনয় শুরু করেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে মুম্বইয়ে কাজে ব্যস্ত থাকেন অভিনেত্রী। এরই মাঝে মনের মানুষ পেয়ে গিয়েছেন অভিনেত্রী সায়নী দত্ত । গত জুন মাসে বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী। ডিসেম্বরে সারবেন বিয়ে। তবে অভিনেত্রী কাকে মন দিলেন? কে সেই পাত্র। পাত্র পাঞ্জাবি। নাম গুরবিন্দরজিৎ সমরা। শোনা গিয়েছে, এক নামী সংস্থার উচ্চপদে কাজ করেন গুরবিন্দর। থাকেন লন্ডনে।

এখন নিশ্চয় জানতে ইচ্ছে করছে লন্ডনবাসী পাঞ্জাবি পাত্রের প্রেমে কীভাবে পড়লেন নায়িকা? এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রীর জানান, বছর খানেক আগে সমস্ত কিছু ঠিক হয়েছে। গুরবিন্দরের সঙ্গে সায়নীর দেখা হয় আড়াই বছর আগে। মুম্বইয়ের এক ক্লাবের সদস্য দু’জন। সেই সূত্রেই আলাপ। যা বন্ধুত্বে পরিণত হতে  বেশি সময় লাগেনি। স্বল্প সময়ের বন্ধুত্বের মধ্যেই বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আগামী ১৫ ডিসেম্বর বিয়ে সারবেন অভিনেত্রী। ফোর্ট উইলিয়ামে পাঞ্জাবি মতেই এই বিয়ে হবে।

জানা গিয়েছে, বিয়ের দিন ডিজাইনার অনিতা ডোঙরের লেহেঙ্গায় সাজবেন সায়নী। তারপর ১৬ ডিসেম্বর হবে রিসেপশন। সেদিন অভিনেত্রীর পরনে থাকবে সব্যসাচীর ডিজাইন করা অরগ্যানজা শাড়ি। কলকাতার পর চণ্ডীগড় ও মুম্বইয়েও রিসেপশনের প্ল্যান রয়েছে। সবমিলিয়ে অভিনেত্রীর বিয়ে যে জাঁকজমকপূর্ণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না ।

Free Access