Bengla Jago Desk: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মালয়ালি অভিনেত্রী রেঞ্জুসা মেনন। মাত্র ৩৫ বছর বয়সেই সম্ভবনাময় এই অভিনেত্রীর মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা সিনেমা জগৎ। সোমবার অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের আত্মঘাতী হিসেবে মামলা রুজু হলেও অন্য কোন কারণ রয়েছে কি না সেই বিষয় গুলোও খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই অভিনেত্রীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পস্ট হবে। সূত্রের খবর, অভিনেত্রীর স্বামীও টিভি ইন্ডাস্ট্রিতে কর্মরত। অভিনেত্রীর সঙ্গেই থাকতেন তিনি। তবে অভিনেত্রী যে সময়ে আত্মহত্যা করেন, সেই সময়ে ফ্ল্যাটে কেউ ছিলেন না। অভিনেত্রীকে বারবার ডাকা সত্বেও সাড়া না পেলায় অবশেষে দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করা হয়।
তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিনেত্রী দীর্ঘদিন ধরেই প্রবল অর্থকষ্টে ভুগছিলেন। সেই অবসাদ থেকেই অভিনেত্রী আত্মহত্যা করেছেন নাকি অভিনত্রীর মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে অকালেই সম্ভাবনাময় এক অভিনেত্রীকে হারানোর ঘটনায় শোকে বিহ্বল গোটা সিনে জগৎ।
Free Access