Bangla Jago Desk: শুভ পরিনয় ঘটল রাঘব-পরিণীতির। মে মাসে বাগদান সম্পন্ন হওয়ার পর রবিবার তাঁদের চারহাত এক হয়। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে ছিল একাধিক চমক। তারকা জুটির বিয়ের আসর সেজে ওঠে উদয়পুরের লীলা প্যালেসে। নৌকা করে তাজ প্যালেস থেকে লীলা প্যালেসে বিয়ে করতে আসেন আপ নেতা রাঘব চড্ডা। মার্বেল ওয়েডিং থিম সজ্জায় সঙ্গে মিল রেখে আইভরি পোশাকে সেজে ওঠে বর-বধূ। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা আশীর্বাদ দিলেন নব দম্পতিকে।
দীর্ঘ প্রতিক্ষার পর শুভ পরিনয় ঘটল রাঘব-পরিণীতির। সাতপাকে বাঁধা পড়েছেন দুজনে। রবিবাসরীয় গোধূলি লগ্নে পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সম্পন্ন হল ‘রাঘনীতি’র। একেবারে রপকথায় মোড়া ছিল বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান রীতি-নীতি। ইতিমধ্যে বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। ‘মার্বেল ওয়েডিং থিমে’র সঙ্গে মানিয়ে সাজপোশক Mr. & Mrs. চাড্ডার। বিয়েতে আইভরি রঙের পোশাকে সেজেছিলেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। সেই ছবি থেকে যেন চোখই সরাতে পারছেন না অনুরাগীরা।
রবিবার দুপুর ১টা নাগাদ নৌকায় করে বিয়ের আসরের দিকে যেতে দেখা যায় বাজনদারদের। ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে তাজ লেক প্যালেস থেকে লীলা প্যালেসে হাজির হন আপ নেতা রাঘব চাড্ডা । লীলা প্যালেসের তাঁদের বিয়ে সম্পন্ন হয়।পরিবার-পরিজন, ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখেই চার হাত এক হল রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার । ঘনিষ্ঠ সূত্রে খবর, বিয়ের পিঁড়িতে বসে কনে অভিনেত্রী তখন লাজে রাঙা। চোখের কোণ চিকচিক করে উঠেছে। মুখে হাসি। নববধূর গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে! স্ত্রীয়ের রূপ দেখে মুগ্ধ রাঘব। পাঞ্জাবি রীতি মেনে মনের মানুষ রাঘবের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি।