ad
ad

Breaking News

চরকি

ওপার বাংলার ‘চরকি’ এবার এপার বাংলায়

Bengla Jago Desk: অবশেষে শহর কলকাতায় চরকির হাজিরা। যা নিয়ে এপার বাংলার সিনেপ্রমী থেকে শুরু করে ওটিটি প্রেমীদের মধ্যে শুরু হয়েছে হইচই। ওয়েব সিরিজ, ওটিটি কনটেন্ট এখন পছন্দ সকলেরই। কোভিডকালে লকডাউনের জেরে ওটিটির গুরুত্ব স্পশ্ট হয়েছে আরও বেশি করে। কলাকাতর বহু নামি ওটিটির পাশাপাশি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টও দেখতে পছন্দ করেন এই বাংলার যে কোনও […]

Bengla Jago Desk: অবশেষে শহর কলকাতায় চরকির হাজিরা। যা নিয়ে এপার বাংলার সিনেপ্রমী থেকে শুরু করে ওটিটি প্রেমীদের মধ্যে শুরু হয়েছে হইচই। ওয়েব সিরিজ, ওটিটি কনটেন্ট এখন পছন্দ সকলেরই। কোভিডকালে লকডাউনের জেরে ওটিটির গুরুত্ব স্পশ্ট হয়েছে আরও বেশি করে।

কলাকাতর বহু নামি ওটিটির পাশাপাশি বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টও দেখতে পছন্দ করেন এই বাংলার যে কোনও বাঙালি। সেইসমস্ত বাঙালির কথা ভেবেই এবার বাংলায় এল চরকি ওয়েব প্ল্যাটফর্ম। চরকির কাছা থেকে এবার বাঙালি শুধু বাংলাদেশী কনটেন্টই উপহার পাবে না, উপহার পাবে বাংলারও কনটেন্ট। কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিদের মুখোমুখি হয়ে এই ঘোষণাই সম্প্রতি হয়ে গেল।

চরকির সিইও রেওয়াজ রনি সাইদ কি বললেন শুনুন।২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বামলাদেশে পথচলা শুরু করেছিল চরকি। এখনও পর্য্ত চরকির বহু সিরিজ পছন্দ করেছেন ওটিটি প্রমীরা। সেগুলির মধ্যে বিশেষবাবে যে সিরিজ জনপ্রিয়তা পেয়েছে সেগুলি হল- টান, নিখোঁজ, নিঃশ্বাস, গুটি, উনিষ-কুড়ি ইত্যাদি। চরকির বাংলায় পদার্পণ করার কথা শুনে  নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।ওপার বাংলা থেকে এপার বাংলায় আসারব পর বাঙালির মনে ারও কতটা জায়গা করে নিতে পারে চরকি সেটা সময়ই বলবে।

Free Access