ad
ad

Breaking News

কয়লা খনির ইতিহাস নিয়ে বড়পর্দায় আসছে মিশন রানিগঞ্জ

Bangla Jago Desk: মুক্তির অপেক্ষায় ” মিশন রানিগঞ্জ”!  যার শুটিং হয়েছে আসানসোল কোলিয়ারির বেশ কিছু জায়গায়। প্রায় ২৫০ বছরের রানিগঞ্জের কয়লা খনির ইতিহাসে কয়লা খনির কর্মীদের জীবনে বড় দুর্ঘটনায় কিভাবে উদ্ধার করা হয়েছিলো, তা এই প্রথম সেলুলয়েডে আসতে চলেছে। আর সেই কারণেই আসানসোল-রানিগঞ্জ- দুর্গাপুর খনি শিল্পাঞ্চলের খনি কর্মী, পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই উদগ্রীব হয়ে […]

Bangla Jago Desk: মুক্তির অপেক্ষায় ” মিশন রানিগঞ্জ”!  যার শুটিং হয়েছে আসানসোল কোলিয়ারির বেশ কিছু জায়গায়। প্রায় ২৫০ বছরের রানিগঞ্জের কয়লা খনির ইতিহাসে কয়লা খনির কর্মীদের জীবনে বড় দুর্ঘটনায় কিভাবে উদ্ধার করা হয়েছিলো, তা এই প্রথম সেলুলয়েডে আসতে চলেছে। আর সেই কারণেই আসানসোল-রানিগঞ্জ- দুর্গাপুর খনি শিল্পাঞ্চলের খনি কর্মী, পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই উদগ্রীব হয়ে আছেন তা দেখার জন্য।

ভারতবর্ষের কয়লা খনির ইতিহাসে এটাই সবচেয়ে বড় খনি দুর্ঘটনা। এমন একটা ঘটনায় তিনদিন পরে জীবন্ত অবস্থায় ৬৫ জন সহকর্মীকে নিজের তৈরি ক্যাপসুল তৈরি করে উদ্ধার করার জন্যই পরবর্তীকালে তার নাম “ক্যাপসুল গিল” হিসেবে পরিচিত হয়।

প্রায় ২৫০ বছরের রানিগঞ্জের কয়লা খনির ইতিহাসে কয়লা খনির কর্মীদের জীবনে বড় দুর্ঘটনায় কিভাবে  উদ্ধার করা হয়েছিলো, তা এই প্রথম সেলুলয়েডে আসতে চলেছে। আর সেই কারণেই আসানসোল-রানিগঞ্জ- দুর্গাপুর খনি শিল্পাঞ্চলের খনি কর্মী ,পড়ুয়া থেকে সাধারণ মানুষ সবাই উদগ্রীব হয়ে আছেন তা দেখার জন্য। তাই সবমিলিয়ে বলা যেতে পারে ” মিশন রানিগঞ্জ” র হাত ধরে একটা ইতিহাস তৈরি হতে চলেছে।