Bangla Jago Desk: সিনেমার জগতে যারা অভিনয় করেন তাদের ব্যক্তি গত জীবন জানবার কৌতূহল দর্শকের লেগেই থাকে। সেলেবরা সারা দিন কী করছেন, কোথায় যাচ্ছেন এমন নানা প্রশ্ন উঁকি দেয় তাদের। এবার দর্শকের জানার ইচ্ছা থেকে বাদ গেল না মিমি চক্রাবর্তী। সম্প্রতি, ইনস্টাগ্রামে অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন মিমি। সেখানে অভিনেত্রীর নতুন ছবি থেকে শুরু করে ত্বকচর্চার রহস্য, একাধিক বিষয়ে প্রশ্ন আসতে থাকে।
সেখানে এক অনুরাগী মিমির কাছে তাঁর প্রেমিকের পরিচয় জানর কথা উগ্রেদিলেন। অভিনেত্রীও তাঁকে নিরাশ করলেন না। তিনিও মজার ছলেই উত্তর দিয়েছেন সেই প্রশ্নের। মিমি উত্তরে বলেন, ‘‘আমিও দেখতে চাই।’’ তবে একই সঙ্গে মিমি পাল্টা প্রশ্ন করেন, ‘‘বি এফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা তো সকলেই জানে। কিন্তু আমার মনে হচ্ছে উনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই।’’ এর আগেও একাধিক বার মিমি কোনও সম্পর্কে রয়েছেন কি না বা তিনি কবে বিয়ে করছেন তা নিয়ে অনুরাগীদের কৌতূহল প্রকাশ্যে এসেছে।
মিমিও কিন্তু কোনও প্রশ্ন এড়িয়ে গেলেন না। চেষ্টা করেছেন তাঁদের প্রশ্নের উত্তর দিতে। প্রায় এক বছর হয়ে গেলো মিমিকে বড় পর্দায় দেখেননি দর্শক। তবে পুজোয় মুক্তি পাবে মিমির নতুন ছবি ‘রক্তবীজ’। আর কয়েক দিনের মধ্যেই এই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন নায়িকা। পাশাপাশি নিজের প্রথম ওয়েব সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছেন মিমি। এই সিরিজ়ে তাঁর বিপরীতে থাকার কথা টোটা রায়চৌধুরীর। এ ছাড়াও ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবিতেও মিমি অভিনয় করতে পারেন। তবে নতুন কাজ নিয়ে এখনও পর্যন্ত নিজের মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।