ad
ad

Breaking News

ডাঙ্কি

অবশেষে অপেক্ষার অবসান,প্রকাশ্যে ‘ডাঙ্কি’র টিজার

Bengla Jago Desk:  পাঠান ছবির পর জওয়ান। শাহরুখ ঝড়ে বলিউডের বক্সঅফিস বর্তমানে দারুন চাঙ্গা। আর এবার এসআরকে ডেতেই কিং খান ভক্তদের রিটার্ন গিফ্ট দিলেন শাহরুখ খান। প্রকাশ্যে আনলেন ডাঙ্কির প্রথম ঝলক। সঙ্গে জানালেন, একদল সহজ, সরল সাদামাট মানুষের স্বপ্নপূরণের বাস্তব ছবি তুলে ধরবে ডাঙ্কি।  দিন কয়েক আগেই সব গুঞ্জনে ইতি টেনে, বড়দিনেই ডাঙ্কি মুক্তির খবরে […]

Bengla Jago Desk:  পাঠান ছবির পর জওয়ান। শাহরুখ ঝড়ে বলিউডের বক্সঅফিস বর্তমানে দারুন চাঙ্গা। আর এবার এসআরকে ডেতেই কিং খান ভক্তদের রিটার্ন গিফ্ট দিলেন শাহরুখ খান। প্রকাশ্যে আনলেন ডাঙ্কির প্রথম ঝলক। সঙ্গে জানালেন, একদল সহজ, সরল সাদামাট মানুষের স্বপ্নপূরণের বাস্তব ছবি তুলে ধরবে ডাঙ্কি।  দিন কয়েক আগেই সব গুঞ্জনে ইতি টেনে, বড়দিনেই ডাঙ্কি মুক্তির খবরে শিলমোহর দিয়েছিলেন শাহরুখ খান।

আর এবার  সব অপেক্ষার অবসান করে প্রকাশ্যে এল ডাঙ্কির টিজার। টিজারে ভিকি কৌশলকে দেখা গেছে শাহরুখ খানের বন্ধুর ভূমিকাতে। আর বাদশার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তাপসী পান্নু। কিং খানের কথায়, বন্ধুত্ব, ভালোবাসা, একে অপরের পাশে থেকে সম্পর্কে জড়িয়ে থাকার নামই হল বাড়ি।

বলিউড বাদশা এই প্রোজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে অত্যন্ত ভগ্যবান মনে করছেন। তবে পাঠান জওয়ানের লুক ছেড়ে  ডাঙ্কির টিজারে কিং খানের নতুন অবতার দেখে কার্যত এই নতুন লুকেই মেতেছে শাহরুখভক্তরা। বাদশার এই অন্যরকম লুক যেন ৫৮ কে এক তুড়িতে উড়িয়ে দিল।

Free Access