Bengla Jago Desk: বনফুলের ছোটগল্প পড়েননি এমন বাঙালি খুব কমই আছেন। এবার তাঁর গল্পকে আধুনিক প্রেক্ষাপটের মোড়কে নিয়ে ছবি তৈরি করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম ‘একটু সরে বসুন’। অভিনয়ে একাধিক বিখ্যাত অভিনেতা। প্রকাশ্যে এল ছবির টিজার। বাংলা সাহিত্য থেকে গল্প নিলেও টিজার দেখে ধারণা করা হচ্ছে, বর্তমান সময়ের প্রেক্ষাপটেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। তাঁর অভিনীত ‘গুড্ডু’ চরিত্রকে ঘিরেই যত কাণ্ড ঘটবে ছবিতে। সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের ছোট গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘একটু সরে বসুন’। এর আগে টলিউডে বনফুলের অনেক গল্প নিয়েই ছবি হয়েছে। এতদিন পর কমলেশ্বরের হাত ধরে ফের বাংলা ছবিতে ফিরলেন বনফুল।
গল্পটি গুরুপদ ওরফে গুড্ডু নামের একটি চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এবং পরপর ঘটনার সঙ্গে গল্পে এসেছে একাধিক চরিত্র। ঋত্বিক চক্রবর্তী ছাড়াও ‘একটু সরে বসুন’-এ অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, মানসী সিনহা, পাওলি দাম, ইশা সাহা, পায়েল সরকার-সহ আরও অনেকে। টিজার দেখে ধারণা করা হচ্ছে, হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়া হবে এই ছবিতে।
Free Access