ad
ad

Breaking News

দীপিকা পাড়ুকোন

‘লেডি সিংহম’ অবতারে দীপিকা

Bengla Jago Desk: পরিচালক রোহিত শেট্টি রবিবার তাঁর ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের দুটো ছবি শেয়ার করেন লেডি সিংঘম রূপের। তিনি এই ছবি দুটো পোস্ট করে লেখেন, ‘নারী সীতা কা রূপ হ্যায় অর দুর্গা কা ভি। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র এবং পাশবিক অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি ওরফে দীপিকা হল আমার লেডি সিংঘম।’ অর্থাৎ […]

Bengla Jago Desk: পরিচালক রোহিত শেট্টি রবিবার তাঁর ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোনের দুটো ছবি শেয়ার করেন লেডি সিংঘম রূপের। তিনি এই ছবি দুটো পোস্ট করে লেখেন, ‘নারী সীতা কা রূপ হ্যায় অর দুর্গা কা ভি। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র এবং পাশবিক অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি ওরফে দীপিকা হল আমার লেডি সিংঘম।’

অর্থাৎ রোহিত শেট্টির পোস্ট থেকে এটুকু স্পষ্ট যে এই ছবিতে দীপিকার চরিত্রের নাম হবে শক্তি শেট্টি। শক্তি দুর্গার অপর নাম। ছবি দুটোর একটিতে দেখা হচ্ছে দীপিকা পুলিশের উর্দি পরে গুন্ডা দমন করছেন। তিনি একজন গুন্ডার চুলের মুঠি ধরে হাসছেন। পিছনে দাউ দাউ করে জ্বলছে একটি গাড়ি। অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাতে ব্যান্ডেজ প্যাঁচানো, মাথা ফাটা।

প্রসঙ্গে সিংঘম এগেইন ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে অজয় দেবগন এবং রণবীর সিংকে। উল্লেখ্য দেবীপক্ষ, নবরাত্রির কথা মাথায় রেখেই ‘সিংহম এগেইন’-এ দীপিকার লুক প্রকাশ্যে আনলেন রোহিত শেট্টি। এক ছবিতে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে পাওয়া যে দর্শকরদের জন্য় দারুণ একটা চমক, তা বলাই বাহুল্য। আর এক ছাদের তলায় এতগুলো তারকামুখকে আনার নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি। ‘সিংহম এগেইন’ ছবির জন্যই এই মহাজোট। উচ্ছ্বসিত অনুরাগীরাও।

Free access