ad
ad

Breaking News

সতিন্দর কুমার খোসলা

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতিন্দর কুমার খোসলা

Bangla Jago Desk: বলিউডে একের পর এক শোকের ছায়া। সিনেমাপ্রেমি দের জন্য মেনে নেওয়া খুব কঠিন। ২০২৩-এর শুরু থেকেই চলে গিয়েছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী।সেই রেশ কাটতে না কাটতেই আবারও এক মৃত্যুর খবর। প্রবীণ অভিনেতা সতিন্দর কুমার খোসলা, যিনি বীরবল নামেও পরিচিত। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিশোর কুমারের […]

Bangla Jago Desk: বলিউডে একের পর এক শোকের ছায়া। সিনেমাপ্রেমি দের জন্য মেনে নেওয়া খুব কঠিন। ২০২৩-এর শুরু থেকেই চলে গিয়েছেন একের পর এক অভিনেতা-অভিনেত্রী।সেই রেশ কাটতে না কাটতেই আবারও এক মৃত্যুর খবর। প্রবীণ অভিনেতা সতিন্দর কুমার খোসলা, যিনি বীরবল নামেও পরিচিত। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে কোকিলাবেন হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিশোর কুমারের ভক্ত ছিলেন সতীন্দের। তাঁকে দেখেই সিনেমার জগতে আসা আর কমেডিয়ান হওয়া.

‘আরাধনা’, ‘মেরা নাম জোকার’, ‘অমর প্রেম’ থেকে ‘শোলে’, ‘ক্রান্তি’, ‘নসিব’, ‘হাম হ্যায় রাহি প্যায়ারকে’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’র মতো বহু হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। চরিত্র ছোট না বড় তা কখনও দেখতেন না বীরবল। অভিনয় করতে পারাটাই তাঁর কাছে বড় ছিল। সতিন্দর তাঁর কমিক চরিত্রগুলির জন্য সর্বাধিক পরিচিত। তাঁর স্বতন্ত্র চেহারা, পুরু গোঁফ তাঁকে সহজেই চিনতে সাহায্য করে। তিনি ‘উপকার’, রোটি কাপড়া অউর মাকান এবং ক্রান্তি-সহ মনোজ কুমারের বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। শোলেতে একজন বন্দী হিসেবে তাঁর ভূমিকাই তাঁকে অনেকটা মনোযোগ আকর্ষণ করিয়েছিল। তিনি নসীব, ইয়ারানা, হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং আনজামের মতো চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন।

যদিও তিনি তাঁর কর্মজীবনে বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন। শোলে ছবিতে তাঁর অর্ধেক-কাটা গোঁফ-সহ বন্দীর চরিত্রে তাঁর চরিত্রটি সর্বদা একটি আইকনিক হিসাবে বিবেচিত হবে। কথিত আছে যে তাঁর সিনেমা অনিতা-এর শ্যুটিংয়ের সময়, পরিচালক রাজ খোসলার সঙ্গে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ কুমার তাঁর নাম ‘নট সো ফিল্মি’ মনে করেন। তাই তারা তাঁর নাম পরিবর্তন করে বীরবল রাখার সিদ্ধান্ত নেন। অভিনয়ের পাশাপাশি গানও গাইতেন বীরবল। দুই থেকে তিন হাজার স্টেজ শো রয়েছে তাঁর।