ad
ad

Breaking News

অনুষ্কা

ফের মা হচ্ছেন অনুষ্কা

Bangla Jago Desk: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! হ্যাঁ, বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। খুব শীঘ্রই নাকি পরিবারে নতুন সদস্য আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিরাট ও অনুষ্কা। আপাতত, বিষয়টি গোপনেই রাখতে চান বিরাট। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, ক্লিনিক থেকে বেরোচ্ছেন বিরাট ও অনুষ্কা। […]

Bangla Jago Desk: ফের মা হতে চলেছেন অনুষ্কা শর্মা! হ্যাঁ, বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে তেমনই গুঞ্জন। খুব শীঘ্রই নাকি পরিবারে নতুন সদস্য আসার খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিরাট ও অনুষ্কা। আপাতত, বিষয়টি গোপনেই রাখতে চান বিরাট। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, ক্লিনিক থেকে বেরোচ্ছেন বিরাট ও অনুষ্কা। সেই মুহুর্তে পাপারাজ্জিদের সামনে পোজও দিতে অস্বীকার করেন বিরাট ও অনুষ্কা।

ক্যামেরা থেকে বাঁচতে ঝটপট গাড়িতে উঠে পড়েন বিরাট ও অনুষ্কা। সেই ভিডিও দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এর পাশাপাশি বেশ কিছু দিন ফিল্মি কেরিয়ার থেকেও দূরে রয়েছেন নায়িকা। কোনও পার্টিতেও দেখা যাচ্ছে না অনুষ্কাকে। ফলে দুয়ে দুয়ে চার করতে বেশি বেগ পেতে হয়নি নেটিজেনদের। অনেকেই মনে করছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই হয়তো নিজেকে লুকিয়ে রেখেছেন অনুষ্কা। তবে অভিনয়ের পাশাপাশি এখন মা হিসেবে গুরুদায়িত্ব অনুষ্কা শর্মার। মেয়ে ভামিকা বড় হচ্ছে।

অতঃপর মা হিসেবে বিরাট-পত্নীর দায়িত্বও বেড়েছে। সন্তান হওয়ার পর আর পাঁচজন মায়ের মতোই যে অনুষ্কারও জীবন বদলে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অনুষ্কা জানিয়েছিলেন, ভামিকা একটু বড় হলেই ফের সিনেমার পর্দায় আসবেন। কথাও রেখেছেন তিনি। মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং শেষ করছেন অনুষ্কা। এসবের মাঝে প্রযোজক ভূমিকাতেও একের পর এক বাজিমাত করছেন নায়িকা। আর এবার অভিনেত্রীর ফের মা হওয়ার পালা!

Free Access