ad
ad

Breaking News

রনবীর কাপুর

বাবা ছেলের সম্পর্কের গল্প বলবে অ্যানিম্যাল

Bengla Jago Desk: ২৮ সেপ্টেম্বর সকাল সকালই অ্যানিমেলের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা। রনবীর কাপুর ও অনিল কাপুরের অভিনয়ের ককটেল দেখে সিনে প্রমীরা কার্যত পাগল হয়ে গিয়েছে। ঠোঁটে জলন্ত সিগারেট, চোখে সানগ্লাস। একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছেন রনবীর ২ মিনিট ২৬ সেকেন্ডের এই ট্রেলারে কখনও তিনি শান্ত, আবার কখনও তিনি ধরা দিলেন ভয়ঙ্কর রূপে।বাবা ছেলে অর্থাৎ […]

Bengla Jago Desk: ২৮ সেপ্টেম্বর সকাল সকালই অ্যানিমেলের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা। রনবীর কাপুর ও অনিল কাপুরের অভিনয়ের ককটেল দেখে সিনে প্রমীরা কার্যত পাগল হয়ে গিয়েছে। ঠোঁটে জলন্ত সিগারেট, চোখে সানগ্লাস। একেবারে অন্যরকম লুকে নজর কেড়েছেন রনবীর ২ মিনিট ২৬ সেকেন্ডের এই ট্রেলারে কখনও তিনি শান্ত, আবার কখনও তিনি ধরা দিলেন ভয়ঙ্কর রূপে।বাবা ছেলে অর্থাৎ অনিল কাপুর ও রনবীর কাপুরের অভিনয়ের ককটেল রয়েছে এই ছবিতে।

টিজারেই স্পষ্ট যে অনিল কাপুর ও রনবীর কাপুরের সম্পর্ক একেবারেই ভালো নয়, ঝলগড়া ও ভুল বোঝাবুঝিতে ভরপুর তাদের সম্পর্ক। দেখা যায়, বাবার শারিরীক ও মানসিক অত্যাচারের শিকার ছেলে। কিন্তুন তার পরও রনবীরের বিশ্বাস, তার বাবাই বিশ্বসেরা। টিজারে রশ্মিকা মান্দানার উপস্থিতি খুবই কম। তবে তার সামান্য উপস্থিতি বুঝিয়ে দিয়েছে যে, রনবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবব্ধ রশ্মিকা। তবে অভিনেত্রীর পরনে শাড়ি ও মুখে ইংরেজি ডায়লগ যথেষ্ট পছন্দ করেছে অনুরাগীরা।  টিজারে ববি দেওয়ালকেও কয়েক সেকেন্ডের জন্য দেখা গেছে।

ববি দেওয়লের সিক্স প্যাক থেকে শুরু করে চাহনি সমস্ত কিছুর জন্যই চোখ ফেরানো কার্যত দায় হয়ে যায় ওই কয়েক সেকেন্ড। গোটা টিজারে তাঁকে দেখা না গেলেও শেষে তাঁর এন্ট্রি রহস্য বাড়িয়ে তুলেছে কয়েকগুন। উল্লএখ্য অগাস্ট মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল অ্যানিমেল। কিন্তু পরিচালকের তরফ থেকে জানানো হয়, ১১ অগাস্ট ছবি মুক্তি না করানোর কারন হল গুণগত মান। তবে এবার অপেক্ষা ১ ডিসেম্বর-এর কারণ ওই দিনই মুক্তি পাবে রনবীর কাপুর ও রশ্মিকা মন্দানার ছবি অ্যানিমেল।

Free Access