ad
ad

Breaking News

অমিতাভ বচ্চন

৮০ পেরলেন বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান

Bangla Jago Desk: একথা কী অস্বীকার করা যায় যে বলিউডে শাহেনশা কিন্তু একজনই আছেন। যার অভিনয় থেকে গলার স্বর শব্দতেই একেবারে মুগ্ধ হয়ে যান সকলে। আজ এই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। এই বছর অভিনেতা পা দিলেন ৮১ বছরে। তাকে দেখে কোনো ভাবে কী সেটা বোঝা সম্ভব তিনি পা রেখেছেন ৮০র কোঠায়? এখনও পর্যন্ত দাপটের […]

Bollywood actor Amitabh Bachchan looks on during a commercial event in Mumbai on May 17, 2018. (Photo by PUNIT PARANJPE / AFP) (Photo credit should read PUNIT PARANJPE/AFP via Getty Images)

Bangla Jago Desk: একথা কী অস্বীকার করা যায় যে বলিউডে শাহেনশা কিন্তু একজনই আছেন। যার অভিনয় থেকে গলার স্বর শব্দতেই একেবারে মুগ্ধ হয়ে যান সকলে। আজ এই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। এই বছর অভিনেতা পা দিলেন ৮১ বছরে।

তাকে দেখে কোনো ভাবে কী সেটা বোঝা সম্ভব তিনি পা রেখেছেন ৮০র কোঠায়? এখনও পর্যন্ত দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন বলিউডের শাহেনশা। যতটা উদ্দম তার কাছে দেখা যায় ততটা কিন্তু উদ্যোমী মানুষ তিনি নিজেও। আজ অর্থাৎ ১১ অক্টোবর বুধবার তাঁর জন্মদিন।

তবে তার আগেরদিন রাতেই অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত থেকেই মুম্বইয়ে তাঁর বাসভবনেও জন্মদিনের সেলিব্রেশন শুরু হয়ে যায়। অন্যদিকে তিনি কেক মিষ্টি হাতে পৌঁছে গেলেন ভক্তদের কাছেও। সকলের কাছে থেকে এদিন তিনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা গ্রহণ করলেন এবং হাতজোড় করে সকলের উদ্দেশ্যে নিজের কৃতজ্ঞতা জানালেন।

Free Access