ad
ad

Breaking News

আলিয়া ভাট

পুরনো শাড়িতেই আলিয়ার কামাল! পুরনো পোশাকেই জাতীয় পুরস্কার

Bengla Jago Desk: ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে এবার যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট আর কৃতী স্যানন।  ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভট্ট। আর এই পুরস্কার নিতে আলিয়া যে পোশাক পরেছিলেন তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপড়ায়। নিশ্চয় ভাবছেন কি পোশাক পরেছেন অভিনেত্রী। চেনা ছকের বাইরে গিয়ে জাতীয় […]

Bengla Jago Desk: ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে এবার যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট আর কৃতী স্যানন।  ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া ভট্ট। আর এই পুরস্কার নিতে আলিয়া যে পোশাক পরেছিলেন তা নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটপড়ায়। নিশ্চয় ভাবছেন কি পোশাক পরেছেন অভিনেত্রী।

চেনা ছকের বাইরে গিয়ে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানে আলিয়ার পরনে দেখা গেল তাঁর বিয়ের শাড়ি।  সেই পুরস্কার নিতেই নয়াদিল্লির বিজ্ঞান ভবনে পুরনো শাড়িতেই হাজির হন অভিনেত্রী। তবে যে কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অভিনেত্রীরা নতুন পোশাক নকশা করান। তবে সেই ছক ভাঙলেন আলিয়া। পুরনো পোশাক পরে অভিনেত্রীকে জাতীয় পুরস্কার নিতে দেখে নেটাগরিকদের মধ্যে চর্চার শেষ নেই। কেন নতুন শাড়ি পরলেন না আলিয়া? মনীশ মালহোত্রা বা সব্যসাচীর মতো ডিজাইনারের থেকে কি একটি শাড়ি নিতে পারতেন না? এমন প্রশ্ন ওঠছে।

উত্তরে অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “বিশেষ দিনে বিশেষ পোশাক। আর কখনও কখনও তা আপনার কাছেই থাকে। যা এক সময় বিশেষ ছিল, তা আবারও বিশেষ হতে পারে। বারবার হতে পারে।” ‘রিওয়্যার’, ‘রিইউজ’, ‘রিপিট’, এই তিনটি হ্যাশট্যাগও ব্যবহার করেন অভিনেত্রী।সবমিলিয়ে পুরনো শাড়ির নয়া ট্রেন্ড সেট করে নেটনাগরিকদের মন দয় করেছেন আলিয়া ভাট। ­

Free Access