Bangla Jago Desk: বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন যে অপরুপা তাঁর অবকাশ নেই। সম্প্রতি প্যারিসে এক বিপণী সংস্থার তরফে আয়োজিত আন্তর্জাতিক মানের একটি ফ্যাশন শো-তে অংশ নেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পরেছে ওই বিপণী সংস্থার একাধিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সোনালি কালো লেয়ার্ড গাউনে মঞ্চে ঝলমল করছেন ঐশ্বর্য্য। তাঁর খোলা চুলে ছিল সফট কার্ল। তবে এই ছবি মনে ধরেনি অনেকেরই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ধেয়ে এল একেরপর এক মন্তব্য।
নেটিজেনরা ঐশ্বর্য্যর চেহারার মধ্যে এমন কিছু পরিবর্তন লক্ষ করেছেন, যা প্রশ্নের মুখে ফেলেছে অভিনেত্রীকে।অনেকে ঐশ্বর্য্যর এই ছবি দেখে লিখেছেন, ‘ওঁর মুখে কী হয়েছে? ঐশ্বর্য্য এমনিই তো সুন্দরী। ওঁর কী আদৌ কোনও প্লাস্টিক সার্জারির প্রয়োজন ছিল?’ অনেকে লিখেছেন, ‘বড় বেশিবার প্লাস্টিক সার্জারি করিয়ে ফেলেছেন।’ অনেক অনুরাগী আবার প্রশ্ন তুলেছেন ঐশ্বর্য্যর ওজন বৃদ্ধি হওয়া নিয়েও।
সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্যও ঘুরে বেড়াচ্ছে যে, ‘বড্ড মোটা হয়ে গিয়েছেন।’ তবে বরাবরই ঐশ্বর্যের সৌন্দর্য্য নিয়ে চর্চা রয়েছে গোটা বিশ্বজুড়ে। নায়িকা সৌন্দর্য্যের প্রশংসায় সকলে পঞ্চমুখ হলেও রুপ নিয়ে এর আগেও ট্রোলের মুখে পড়েন বচ্চন বধূ। তবে কখনোই সমালোচনাকে পাত্তা দেন না ঐশ্বর্য। । তবে প্যারিসের এই ফ্যাশন শো-তে ঐশ্বর্যের সঙ্গে পাড়ি দিয়েছিলেন শ্বশুর অমিতাভ বচ্চন ও শাশুড়ি জয়া বচ্চন সহ পরিবারের অন্যন্য সদস্যরা। আর এদিন প্যরিসের এই মার্জার সরণীতে বেশ আত্মবিশ্বাসীই দেখাল ঐশ্বর্য রাই বচ্চনকে।
Free Access