ad
ad

Breaking News

গোয়েন্দা

এ কি কাণ্ড! তপসের চরিত্রে শেষে আবির চট্টোপাধ্যায়?   

Bangla Jago Desk: বাঙালির কাছে গোয়েন্দা গল্প যেন একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। দুপুরে বসে বই হাতে বাঙালির গোয়েন্দা গল্পর যেন একটা প্রান খুঁজে পায়। কিন্তু বই ছাড়া গোয়েন্দা গল্পের রহস্যপ্রীতি খুঁজতে বাংলাই বহু গোয়েন্দার উদঘাটন হয়েছে সিনেমা জগতে।আর সেই দিকটাকে মাথায় রেখেই হয়তো আরও একবার বাঙালি দর্শকের জন্য গোয়েন্দা গল্প নিয়ে আসছে পরিচালক […]

Bangla Jago Desk: বাঙালির কাছে গোয়েন্দা গল্প যেন একে অপরের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। দুপুরে বসে বই হাতে বাঙালির গোয়েন্দা গল্পর যেন একটা প্রান খুঁজে পায়। কিন্তু বই ছাড়া গোয়েন্দা গল্পের রহস্যপ্রীতি খুঁজতে বাংলাই বহু গোয়েন্দার উদঘাটন হয়েছে সিনেমা জগতে।আর সেই দিকটাকে মাথায় রেখেই হয়তো আরও একবার বাঙালি দর্শকের জন্য গোয়েন্দা গল্প নিয়ে আসছে পরিচালক অনীক দত্ত। তাঁর নির্দেশনাতেই ফের গোয়েন্দা চরিত্রে বড় পর্দায় দেখা যাবে টলি সুপারস্টার আবির চট্টোপাধ্যায়কে।এর আগে বেশ কয়েক বার গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আবীরকে। তবে ফেলুমিত্তিরের সহকারীর নামে তোপসের চরিত্রে অভিনয় করছেন আবীর।

ব্যোমকেশ, ফেলুদার পর এবার নতুন রসহ্য উন্মোচনে নামবেন আবির। তাও আবার খোদ কলকাতাতেই। কারণ ‘যত কাণ্ড কলকাতায়’।অনীক দত্তের আগামী ছবি।ছবিতে গোয়েন্দা নেই, কিন্তু গোয়েন্দাগিরি আছে। এবং আছে সত্যজিৎ রায়ের ছোঁয়াও। অনীক দত্ত ছবি নিয়ে বলেছেন, “আমার গল্পের নায়কের নামেই রয়েছে সেই টাচ। চরিত্রটা অনেকটা ফেলুদার মতো। কিন্তু নাম তোপসে। কলকাতাতে শুটিং হবে ছবির। চলতি মাসের ২০ তারিখে দার্জিলিঙেও শুটিং করতে যাবেন অনীক এবং ‘যত কাণ্ড কলকাতায়’-এর গোটা টিম।পরিচালক জানান, এর আগে আবীরের সঙ্গে কাজ করার খুব ইচ্ছে ছিল অনীকের। ‘অপরাজিত’তেই কাস্ট করার ইচ্ছা ছিল তাঁকে। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি।

এবার দুই প্রতিভাবান একসঙ্গে কাজ করবেন। আবীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নৌসাবা আহমেদ। সোমবার ১১ সেপ্টেম্বর শুরু হয়েছে ছবির শুটিং।সারা রাত শুটিং চলেছে মধ্য কলকাতার পার্ক স্ট্রিট এলাকার বিখ্যাত রেস্তোরাঁতে।২০২৪- এর দুর্গা পুজোয় মুক্তি পাবে অনীক দত্তর নতুন গোয়েন্দা গল্প যত কাণ্ড কলকাতায়। অপরাজিত ছবিতে মাইলস্টোন গড়েছিলেন পরিচালক অনীক দত্ত। যত কাণ্ড কলকাতাতেই আরও এক নতুন রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এগচ্ছেন তা বলাইবাহুল্য।