ad
ad

Breaking News

মহিলারা

উমা বন্দনার মঞ্চ সাজাচ্ছেন মহিলারা

Bangla Jago Desk: দেখতে দেখতে এসেই গেল পুজো। আর মাত্র কয়েকটি দিন বাকি। সেজে উঠছে বিভিন্ন পুজো মণ্ডপ। এখন মণ্ডপের থিমের কাজে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে। প্রমীলাদের হাতে সেজে উঠছে মণ্ডপ। ১৫ জন মহিলার হাতে সেজে উঠছে মণ্ডপের থিম। রানাঘাটে একটি পুজো মণ্ডপে গড়ে তোলা হচ্ছে  বৌদ্ধ গুম্ফা। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। সময় যত […]

Bangla Jago Desk: দেখতে দেখতে এসেই গেল পুজো। আর মাত্র কয়েকটি দিন বাকি। সেজে উঠছে বিভিন্ন পুজো মণ্ডপ। এখন মণ্ডপের থিমের কাজে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে। প্রমীলাদের হাতে সেজে উঠছে মণ্ডপ। ১৫ জন মহিলার হাতে সেজে উঠছে মণ্ডপের থিম। রানাঘাটে একটি পুজো মণ্ডপে গড়ে তোলা হচ্ছে  বৌদ্ধ গুম্ফা। এখন চলছে শেষ পর্যায়ের কাজ। সময় যত এগিয়ে আসছে মহিলাদের কাজের ব্যস্ততা ততই বাড়ছে। নদিদীয়ার রানাঘাট ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের এবারের ৬১তম দুর্গাপুজো উপলক্ষে বিশ্বকে শান্তির বার্তা দিতে তারা তৈরি করতে চলেছেন বৌদ্ধ-গুম্ফা।

মেয়েদের হাতেই তৈরি হতে চলা এই বৌদ্ধগুম্ফা এবার রানাঘাটের অন্যতম আকর্ষণ হতে চলেছে। বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে উদ্যোক্তারা এই থিম বেছেছেন। রানাঘাটের বিখ্যাত চিত্রশিল্পী সঞ্জু কুণ্ডুর সঙ্গে আলোচনা করে ঠিক করা হয় বৌদ্ধ গুম্ফার আদলে মণ্ডপ গড়া হবে। শুধু তাই নয়, উদ্যোক্তারা চেয়েছিলেন, প্যান্ডেলের কারুকার্য তৈরি করবেন মহিলা চিত্রশিল্পীরা। সেই ভাবনায় এমন উদ্যোগ।

কয়েকদিন আগে থেকেই দিনরাত এক করে নিরন্তর ভাবে কাজ করে চলেছেন মহিলা চিত্রশিল্পীর।এই মহিলা শিল্পীরা কেউ পেশাগতভাবে চিত্রশিল্পী নন। তারা বেশিরভাগই পড়ুয়া কিংবা গৃহবধূ। তবে প্রত্যেকেই চিত্রশিল্পী সঞ্জু কুণ্ডুর কাছে প্রশিক্ষণ নিয়ে থাকেন। শিল্পী সঞ্জু কুণ্ডু কলকাতার মণ্ডপ সজ্জার কাজের ব্যস্ত থাকায় তাঁর এক সহ শিল্পীর তত্ত্বাবধানে ১৫ জন মহিলা মেয়েরা সম্মিলিতভাবে গড়ে তুলছেন এই বৌদ্ধগুম্ফা। যা এবারের পুজয় রানাঘাটে অন্যতম আকর্ষণ হতে চলেছে।

Free Access