ad
ad

Breaking News

Maitri Bandhan Express

Maitri Express: আপাতত পরিষেবা মিলবে না, ইদের জন্য বন্ধ মৈত্রী বন্ধন এক্সপ্রেস

বাংলাদেশ রেল কর্তৃপক্ষের অনুরোধে ইদ উপলক্ষে বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা  মৈত্রী এক্সপ্রেসও কলকাতা –খুলনা  বন্ধন এক্সপ্রেস।

Bandha Maitri Bandhan Express is closed for this

ছবিঃ সংগৃহীত

Bangla jago Desk: বাংলাদেশ রেল কর্তৃপক্ষের অনুরোধে ইদ উপলক্ষে বাতিল করা হয়েছে কলকাতা-ঢাকা  মৈত্রী এক্সপ্রেসও কলকাতা –খুলনা  বন্ধন এক্সপ্রেস। রেল প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে। ফলে এপার বাংলার সঙ্গে ওপার বাংলার রেলপথে যোগাযোগ সাময়িক ব্যাহত হবে বলে রেলযাত্রীরা মনে করছেন।

আপাততঃ বন্ধ রাখা হচ্ছে ভারত-বাংলাদেশ রেল পরিষেবা। এপার বাংলার সঙ্গে ওপার বাংলার যোগাযোগের সেতুবন্ধন করতে ২০০৮ কলকাতা –ঢাকা ট্রেনের সূচনা করা হয়। এরপর ২০১৭তে চালু করা হয় বন্ধন এক্সপ্রেসের।উল্লেখ্য,ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস। দুই দেশের মধ্যে কার্যত সুসম্পর্কের মেলবন্ধন ঘটায়।দুই বাংলার প্রচুর মানুষ এইসব ট্রেনে চেপে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। সেই ট্রেনই সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশের ঈদ উৎসবের জন্য সেদেশের রেল কর্তৃপক্ষের অনুরোধে  এই ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল প্রশাসন স্পষ্ট করে দিয়েছে। যেসব রেল পরিষেবা সাময়িকভাবে বাতিল  করা হয়েছে সেগুলো হল- 13109/13110 কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট – কলকাতা মৈত্রী এক্সপ্রেস,

13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট -কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস এবং 13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে,

ঢাকা ক্যান্টনমেন্ট – কলকাতা মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু 14.06.2024, 16.06.2024, 18.06.2024 এবং 21.06.2024)

13110 ঢাকা ক্যান্টনমেন্ট – কলকাতা মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু করার ছিল 15.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখ)

13108 কলকাতা – ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরু 15.06.2024, 17.06.2024, 19.06.2024 এবং 22.06.2024 তারিখ)

13109 কলকাতা – ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস

(যাত্রা শুরুর কথা ছিল 14.06.2024, 18.06.2024 এবং 21.06.2024 তারিখ )

13129 কলকাতা – খুলনা বন্ধন এক্সপ্রেস

(যাত্রা শুরুর কথা ছিল 16.06.2024 এবং 20.06.2024 তারিখ)

13130 খুলনা – কলকাতা বন্ধন এক্সপ্রেস

(যাত্রা শুরুর কথা ছিল 16.06.2024 এবং 20.06.2024 তারিখ)

এরপর থেকে অবশ্য আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুটি ট্রেনের। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন  যথেষ্ট জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলিতে করে বাংলাদেশ থেকে এদেশে আসেন। আবার এপার বাংলা থেকেও অনেকে ওপার বাংলায় যান।আপাতত পরিষেবা বন্ধ থাকায় রেলযাত্রীদের কিছুটা সমস্যা হতে পারে।