ad
ad

Breaking News

Government vs Governor

Government vs Governor: দুই পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যপালের নালিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে, রাজ্যে শুরু বিতর্ক

রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ অব্যাহত। এবার প্রকাশ্যে এল ২ পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যপালের নালিশ ঘিরে

Governor's complaint to Union Home Ministry against two police chiefs

গ্রাফিক্সঃ রোহিত পাল

Bangla Jago Desk: রাজ্যের সঙ্গে রাজ্যপালের বিরোধ অব্যাহত। এবার প্রকাশ্যে এল ২ পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যপালের নালিশ ঘিরে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নালিশ করেছেন বলে খবর। তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে শাস্তিমূলক পদক্ষেপ করতে আর্জি জানিয়েছেন রাজ্যপাল। জানা গিয়েছে রাজ্যপালের এই আর্জির পর তাদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়য়ছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

[আরও পড়ুন: আবহাওয়ার একাধিক খামখেয়ালিপনার জন্য অনেকের জ্বর হচ্ছে এই সময়, জ্বর হলে ভাত খাওয়া উচিত নাকি রুটি জানুন সেটি

উল্লেখ্য, গত ১৩ ই জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে ঢোকার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। রাজ্যপালের অভিযোগ, পুলিশের কাজকর্মে রাজভবনের গরিমা নষ্ট হয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেন রাজ্যপাল। যদিও দুই পুলিশ কর্তা বিনীত গোয়েল এবং ইন্দ্রানী মুখোপাধ্যায় বলেছেন, এই ধরনের কোন পদক্ষেপের কথা তাঁদের জানা নেই। এই নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। রাজ্যপালের ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের অভিযোগ, রাজ্যপাল বিজেপির দলদাসে পরিণত হয়েছেন। রাজভবনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করা হয়েছে।

[আরও পড়ুন: ভিনরাজ্যে উদ্ধার বঙ্গতনয়ার মৃতদেহ! আত্মহত্যা নাকি খুন? চলছে তদন্ত